বৃহস্পতিবার-১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ-১৪ই শাবান, ১৪৪৬ হিজরি

 চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১ টি ওয়ার্ড কে পরিচালনা করবে কর্পোরেশন এর তিন কর্মকর্তা

ডেক্স রিপোর্ট
 চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১ টি ওয়ার্ডকে তিন ভাগে ভাগ করে নাগরিক কার্যক্রম পরিচালনায় উপ- সচিব পদমর্যাদা তিন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল চসিকের প্রধান নিবার্হী কর্মকর্তা এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেন। দায়িত্বপ্রাপ্ত তিন কর্মকর্তার মধ্যে ১ নম্বর থেকে ১৪ নম্বর ওয়ার্ডের দায়িত্ব পালন করবেন প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আলম ,১৫ থেকে ২৮ নম্বর ওয়ার্ডের দায়িত্ব পালন করবেন প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া এবং ২৯- ৪১ নম্বর ওয়ার্ডের দায়িত্ব পালন করবেন চসিক সচিব আবু সাহেদ চৌধুরী। অফিস আদেশে বলা হয়, নগরের ৪১ টি ওয়ার্ডের দৈনন্দিন কাজ, সড়ক আলোকায়ন, বর্জ্য ব্যবস্থাপনা, জন্ম – মৃত্যু এবং ওয়ারিশান সনদপত্র প্রদান ও ভৌত অবকাঠামোগত উন্নয়নের জন্য তিন কর্মকর্তাকে ৪১ ওয়ার্ডের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype