
ডেক্স রিপোর্ট
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১ টি ওয়ার্ডকে তিন ভাগে ভাগ করে নাগরিক কার্যক্রম পরিচালনায় উপ- সচিব পদমর্যাদা তিন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল চসিকের প্রধান নিবার্হী কর্মকর্তা এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেন। দায়িত্বপ্রাপ্ত তিন কর্মকর্তার মধ্যে ১ নম্বর থেকে ১৪ নম্বর ওয়ার্ডের দায়িত্ব পালন করবেন প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আলম ,১৫ থেকে ২৮ নম্বর ওয়ার্ডের দায়িত্ব পালন করবেন প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া এবং ২৯- ৪১ নম্বর ওয়ার্ডের দায়িত্ব পালন করবেন চসিক সচিব আবু সাহেদ চৌধুরী। অফিস আদেশে বলা হয়, নগরের ৪১ টি ওয়ার্ডের দৈনন্দিন কাজ, সড়ক আলোকায়ন, বর্জ্য ব্যবস্থাপনা, জন্ম – মৃত্যু এবং ওয়ারিশান সনদপত্র প্রদান ও ভৌত অবকাঠামোগত উন্নয়নের জন্য তিন কর্মকর্তাকে ৪১ ওয়ার্ডের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে।