শুক্রবার-১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ-১৭ই রজব, ১৪৪৬ হিজরি

রাঙ্গুনিয়ার শান্তিরহাট ওয়াসা গেইট টমটমের সাথে সিএনজি ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষঃ আহত ৩

রাংগুনিয়া প্রতিনিধি
সিএনজি ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার শান্তিরহাট ওয়াসা গেইট এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন উপজেলার পোমরা ইউনিয়নের গোচরা এলাকার কোরবান আলীর ছেলে মো. সাজ্জাদ (২৪), রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালী এলাকার সাজ্জাদ আলীর ছেলে হাবিবুর রহমান (৬০) এবং রাউজানের নোয়াপাড়া এলাকার কালুমিয়ার ছেলে মো.আজাদ (৬০)।
চট্টগ্রাম রাস্তারমাথা থেকে রাঙ্গুনিয়া গামী যাত্রীবাহী সিএনজি ট্যাক্সিটি অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি ট্যাক্সির যাত্রি সাজ্জাদ ও বৃদ্ধ হাবিবুর রহমান এবং টমটমে থাকা বৃদ্ধ আজাদ গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা মো. নাছির উদ্দিন জানায়, আহতদের হাত-পা সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর যখম হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype