বৃহস্পতিবার-১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ-১৪ই শাবান, ১৪৪৬ হিজরি

রামগড়ে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার উদ্বোধন

রতন বৈষ্ণব ত্রিপুরা, রামগড়(খাগড়াছড়ি)
 জীবনমান ও অর্থনৈতিক সমৃদ্ধির উন্নয়নে অংশিদারিত্ব করতে ব্র্যাক ব্যাংক এর এজেন্ট ব্যাংকিং আউটলেট রামগড় শাখার উদ্বোধন করা হয়েছে। বৃহঃবার (১৩ আগষ্ট)সকাল সাড়ে ১১টায় ব্যাংকটির এজেন্ট মেসার্স শোভন এন্টারপ্রাইজ এর আয়োজনে রামগড় বাজারস্থ রুপালী মার্কেটে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট এর রামগড় শাখার শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী।
ব্যাংকটির ট্যারিটরী ম্যানেজার মো: সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন, রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সজীব কান্তি রুদ্র, রামগড় পৌর মেয়র মোহাম্মদ শাহজাহান, ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্টের আরএম মো: কপিল উদ্দিন, রামগড় থানা তদন্ত ওসি মো: মনির হোসেন, পৌরসভার প্যানেল মেয়র ১ আহসান উল্ল্যাহ প্রমুখ।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর এএফও মিঠুন চন্দ্র মজুমদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ব্যাংককের এজেন্ট ব্যাংকিং প্রোপাইটর মোঃ আশরাফ উদ্দিন। এসময় ব্যাংকের উদ্বর্তন কর্মকর্তা, সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype