
নিজস্ব প্রতিবেদক
রাউজান উপজেলার ধর্মগ্রাম আবুরখীলের তীর্থস্থান আবুরখীল ধূতাংঙ্গ কুটিরের নবনির্মিত তোরন এর শুভ উদ্বোধন করা হয়েছে । ১২নং উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল উদ্বোধন করেন । আবুরখীল ধূতাংঙ্গ কুটির পরিচালনা ও সুরক্ষা কমিটির সভাপতি আবুরখীল ধূতাংঙ্গ কুটিরের প্রতিষ্ঠাতা দানপতি অভয় কুমার বড়ুয়া রানার সভাপতিত্বে ও কমিটির সাধারন সম্পাদক অঞ্চল কুমার তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ১২নং উরকিরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দুলাল কান্তি বড়ুয়া, প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া, ইউনিয়ন পরিষদের সদস্য অমিত বিজয় বড়ুয়া জুনু,ইউনিয়ন পরিষদের সদস্য তাপস কুমার বড়ুয়া ।
এসময় আরো উপস্থিত ছিলেন , শিক্ষক সুজিত বরন বড়ুয়া, প্রকৌশলী বিধান বড়ুয়া, প্রদ্যু বড়ুয়া মিটু,সুমন বড়ুয়া , ডাক্তার প্রবেশ কুমার বড়ুয়া, রনধীর বড়ুয়া, হিতেশ বড়ুয়া, অলকেশ বড়ুয়া তপু, রুপতি রঞ্জন বড়ুয়া, বরন বড়ুয়া , সত্যজিত বড়ুয়া, বিজয় বড়ুয়া বাপ্পা , বিপ্লব বড়ুয়া , সঞ্জয় বড়ুয়া , উজ্জল বড়ুয়া , রুবেল বড়ুয়া সহ আরো অনেকেই ।