বৃহস্পতিবার-১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

আজ সমাজসেবক সুধীর রঞ্জন বড়ুয়ার সংঘদান ও স্মৃতিচারন সভা

রাউজান উপজেলার ধর্মগ্রাম আবুরখীল উত্তর ঢাকাখালী কেন্দ্রীয় বিহারের ধর্মপ্রান উপাসক প্রয়াত সুধীর রঞ্জন বড়ুয়ার পারলৌকিক সদগতি কামনায় এক মহতি পূন্যময় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে । গত ২৮শে জুলাই তিনি পরলোক গমন করেন । প্রয়াত সুধীর রঞ্জন বড়ুয়ার সন্তান বিশিষ্ঠ সংগঠক , আবুরখীল তথাগত সংসদের সাবেক সাধারন সম্পাদক ও এল জি আর ডি , এলজিএস কর্মসুচী ডিএফ কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় এর বরণ বড়ুয়া তার পিতার শেষকৃত্য অনুষ্ঠানে যারা বিভিন্ন ভাবে সমবেদনা ও ব্যানার ফূল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন । আজ  ১লা আগষ্ঠ ২০২০ শনিবার  স্মরন সভায় অনেক পন্ডিত প্রবর ভিক্ষু সংঘ ও গুনীজনরা উপস্থিত থাকবেন ।

মৃত্যুকালে প্রয়াত সুধীর রঞ্জন বড়ুয়া স্ত্রী , এক সন্তান ও তিন মেয়ে সহ অনেক গুনগ্রাহী রেখে যান ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype