নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম কদমতলি জাতীয় দৈনিক নতুন দিন চট্টগ্রাম বিভাগীয় অফিসে এক আনন্দঘন পরিবেশে “টিম দৈনিক নতুন দিন ” এর চট্টগ্রাম মহানগর বিভিন্ন প্রতিনিধিদের পরিচয় পত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ফোরাম এর সভাপতি শিব্বির আহমেদ ওসমান । সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক ও দৈনিক নতুন দিন পত্রিকার বিভাগীয় প্রধান চৌধুরী মুহাম্মদ রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক চট্টগ্রাম সাংবাদিক ফোরাম এর সদস্য ও দৈনিক জবাবদিহি বিশেষ প্রতিনিধি বাবু রতন বড়ুয়া। প্রধান অতিথি র বক্তব্যে বলেন নিজের ও পত্রিকার সুনাম অক্ষুণ্ণ রেখে সততার সাথে কাজ করার আহবান করেন। প্রধান অতিথি ও দৈনিক নতুন দিন এর বিভাগীয় প্রধান চৌধুরী মুহাম্মদ রিপন নয় সদস্য টিম দৈনিক নতুন দিন এর প্রতিনিধি দের হাতে পরিচয় পত্র ( আইডি কার্ড ) তুলে দেন । টিম দৈনিক নতুন দিন এ যারা থাকবেন, শহিদুল ইসলাম, আয়াজ আহমদ,দিলু বড়ুয়া, সালমা আক্তার নদী, মোঃ আলাউদ্দিন, ফরিদা সীমা, খোরশেদ আলম, রঞ্জন বড়ুয়া, এস এম নুরুল আলম, শিরিন আক্তার প্রমুখ।