মঙ্গলবার-১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আবুরখীলের ইতিহাস বড়ই সমৃদ্ধ এখানে অনেক গুনীর জন্ম । প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া

নিজস্ব প্রতিবেদক

রাউজান উপজেলার ধর্মগ্রাম আবুরখীলের বিশিষ্ঠ উপাসক ও সমাজ সেবক প্রয়াত সুধীর রঞ্জন বড়ুয়ার পারলৌকিক সদগতি কামনায় সংঘদান ও স্মৃতি চারন সভা উত্তর ঢাকাখালী কেন্দ্রীয় বিহারে অনুষ্ঠিত হয় । বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উর্দ্ধতন সহ – সভাপতি ভদন্ত জ্ঞানানন্দ মহাথেরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সংঘনায়ক প্রিয়শীলি অধ্যাপক বনশ্রী মহাথের । প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গাল হালিয়া নন্দবংশ আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ভদন্ত নন্দবংশ মহাথের । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত সোবিতা নন্দ মহাথের ,ভদন্ত পরমানন্দ মহাথের , ভদন্ত আর্যশ্রী থের , ভদন্ত উকট্টা পঞা থের , ভদন্ত সচ্চিতা নন্দ মহাথের ।   ।

স্মৃতিচারন ও সংঘদান অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত প্রফেসর ডক্টর বিকিরণ প্রসাদ বড়ুয়া । উক্ত অনুষ্ঠানে আরো স্মৃতি চারন করেন বাবু তেমিয় প্রসাদ মুৎসুদ্দি , বাবু অঞ্চল কুমার তালুকদার, শিক্ষক খগেন্দ্র বড়ুয়া , ডাক্তার প্রবেশ কুমার বড়ুয়া , সাংবাদিক রতন বড়ুয়া , বিজয় বড়ুয়া বাপ্পা । ধন্যবাদ জ্ঞাপন করেন প্রয়াত সুধীর রঞ্জন বড়ুয়ার পুত্র বিশিষ্ঠ সংগঠক ও সরকারী কর্মকর্তা বাবু বরন বড়ুয়া বাবু ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype