বিএসটিআই’র ভুয়া সীল ব্যবহার ও নকল চিপস তৈরী বিসমিল্লাহ্ ফুড প্রোডাক্টসকে জরিমানা ও কারখানা সিলগালা
কমল চক্রবর্তী চট্টগ্রাম
জাতীয় গোয়েন্দা সংস্থা (NSI), চট্টগ্রাম মহানগর এর গোপন সংবাদ ও সার্বিক সহায়তায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম এর বিভাগীয় ও জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত অভিযানে সাগরিকা এলাকার ছদু চৌধূরী রোড এলাকার বিসমিল্লাহ্ ফুড প্রোডাক্টসকে তিন লক্ষ টাকা জরিমানা ও কারখানাটি সাময়িক সিলগালা করে দেয়া হয়েছে।
আজ রবিবার ১২ জুলাই সকাল ১০টা থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও জাতীয় গোয়েন্দা সংস্থা, চট্টগ্রাম মহানগরের সহায়তায় চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও, পাহাড়তলী ও ইপিজেড থানা এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এর উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান অভিযান পরিচালনা করেন।
জাতীয় গোয়েন্দা সংস্থা (NSI), চট্টগ্রাম মহানগর এর গোপন সংবাদ ও সার্বিক সহায়তায় সাগরিকা এলাকার ছদু চৌধূরী রোড এলাকার বিসমিল্লাহ্ ফুড প্রোডাক্টসকে অননুমোদিত রং ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য চিপস প্রস্তুত, নস্ট হয়ে যাওয়া মশলা ব্যবহার, লেবেল বিহীন রাসায়নিক ব্যবহার, পোকা ধরা পচা ছোলার ডাল ব্যবহার, অনুমোদন গ্রহণ ব্যতীত বিএসটিআই এর মান চিহ্ন ব্যবহার ও ডিংডং নামে নকল চিপস তৈরি করায় ৩,০০,০০০ টাকা জরিমানার আদেশ প্রদান পূর্বক কারখানাটি সাময়িক সিলগালা করে দেয়া হয়েছে।
জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।