জুবাইর চট্রগ্রাম
চসিক মেয়র প্রার্থী ও তৃণমূল এনডিএম চেয়ারম্যান জননেতা খোকন চৌধুরী বলেছেন, স্বাধীনতা সংগ্রামের চেতনা বেঁচে থাকবে অনন্তকাল। মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ ছিল শোষণহীন সমাজ প্রতিষ্ঠা। যে কারণে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন কৃষক-শ্রমিক জনতা। তিনি শুক্রবার ১০শে জুলাই তৃণমূল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (তৃণমূল এনডিএম) এর সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে স্টেশনরোডস্থ হোটেল এ্যালিনার সভাকক্ষে “করোনাভাইরাস” মোকাবেলায় প্রয়োজনীয় জনসচতেনতামূলক র্কাযক্রম পরিচালনা সংক্রান্ত ও কমিটি গঠন বিষয়ে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খোকন চৌধুরী বলেন, জাতির পিতাকে সপরিবারে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে দেশ থেকে মুছে দিতে চেয়েছিল কুচক্রীমহল। আর বর্তমান অসাম্প্রদায়িক আওয়ামী লীগ সরকার উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। তৃণমূল এনডিএম’র চট্টগ্রাম মহানগর আহবায়ক নুরুল কবীর শাহ’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ’র পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তৃণমূল এনডিএমের স্থায়ী কমিটির সদস্য মো. নুরুল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, আবদুস সোবহান, আলহাজ্ব মো. আকতার, দিলীপ দাশ, নুরুল আবছার, যুগ্ম মহাসচিব মো. খোরশেদ আলম, সিরাজুন নূর বেগম, প্রণব চক্রবর্তী, রিয়াজুল ইসলাম, মহানগর মহিলা নেত্রী সুলতানা বেগম রুপা, কেন্দ্রীয় নেতা সুভাষ বড়য়া। আরো বক্তব্য রাখেন চকবাজার থানা নেতা মো. জামাল উদ্দিন, যুব আন্দোলন নেতা মোর্শেদ আলম, খুলশী থানা নেতা কামাল উদ্দিন, পাহাড়তলীর নুরুজ্জামান মিন্টু, সাংবাদিক জুবাইর, আকবর শাহ থানা নেতা মো. সুমন, যুব আন্দোলন নেতা মো. নয়ন, নগর নেত্রী ফরিদা ইয়াসমিন, মো. রফিক, সুলতানা রূপা, মো. হাসান, মো. আজিজুল ইসলাম, আকাশ, সুমন দাশ, রনি, মানিক, প্রীতি দাশ প্রমুখ। খোকন চৌধুরী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে আগামী দিনে তৃণমূল এনডিএম চলবে। আটটি বিভাগের নেতা-কর্মীদের মতামত ও পরামর্শ শুনতে বিভাগীয় সাংগঠনিক সভার আয়োজন করা হবে। নেতা-কর্মীরা যেন মনে করে তৃণমূল এনডিএম তাদের প্রাণের দল। শুধু কর্মসূচি বাস্তবায়ন করলেই হবে না, নেতৃত্ব নির্বাচন ও কর্মসূচি প্রণয়নেও তৃণমূল নেতা-কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। একটি সফল রাজনৈতিক দলের দৃষ্টান্ত হিসেবে তৃণমূল এনডিএমকে তৈরি করা হবে। তিনি করোনা ভাইরাস নিয়ে বলেন, করোনাভাইরাসের বিস্তার রোধে এখন সবাইকে যথাসম্ভব বাড়িতেই থাকতে বলা হচ্ছে। স্কুল বন্ধ থাকায় শিশুরাও অনেকটা ঘরবন্দি। বাড়িতে অবস্থানকালে কিভাবে আপনি ঝুঁকিমুক্ত থাকবেন, এ ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চললে বাড়িও ঝুঁকিমুক্ত রাখা যায়। সবাইকে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস রপ্ত করতে হবে। প্রতিবার খাবার রান্না বা প্রস্তুতের আগে ও পরে, খাবার খাওয়ার আগে ও পরে, বাহির থেকে বাসায় ফেরার সঙ্গে সঙ্গে সাবান-পানি দিয়ে হাত ধুতে হবে।