শনিবার-১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ-৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কক্সবাজার রামুতে বৌদ্ধ মহাসম্মেলন, গুণীজন সংবর্ধনা ও চেক বিতরণ সম্পন্ন

কক্সবাজার রামুতে ভূবন শান্তি একশফুট সিংহশয্যা গৌতম বুদ্ধবিম্ব ও বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রে বৌদ্ধ মহাসম্মেলন, গুণীজন সংবর্ধনা ও চেক বিতরণ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটি, কক্সবাজার জেলা আওয়ামী লীগ ও উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর সদস্য সুপ্ত ভূষন বড়ুয়াসহ বিশজন গুণী ব্যক্তির সংবর্ধনার মধ্য দিয়ে কক্সবাজারের রামুতে জাতীয় বৌদ্ধ মহাসম্মেলন ও চেক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রফেসর ডাক্তার উত্তম কুমার বড়ুয়া

মঙ্গলবার (২১ ডিসেম্বর) উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি গ্রামে প্রতিষ্ঠিত বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র ও ভূবন শান্তি একশ ফুট সিংহশয্যা গৌতমবুদ্ধ মুর্তি প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কক্সবাজার জেলার একশটি বৌদ্ধ বিহারে দশ হাজার টাকা করে দশলক্ষ টাকার চেক প্রদান করে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট। পুণ্যময় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর মিঠাছড়ি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ও ভূবন শান্তি একশফুট সিংহশয্যা গৌতম বুদ্ধমুর্তির প্রতিষ্ঠাতা করুনাশ্রী মহাথের। আশির্বাদক ছিলেন উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বন বিহারের অধ্যক্ষ সারমিত্র মহাথের।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালের সাবেক পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়া, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভদন্ত সুনন্দপ্রিয় মহাথের, কক্সবাজার মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডা.শংকর বড়ুয়া, কক্সবাজার জেলা সদর হাসপাতালের সহকারি রেজিষ্টার ডা.উত্তম বড়ুয়া, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি এড. দীপংকর বড়ুয়া পিন্টু, বৌদ্ধ মহিলা সমিতি বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন কেমি বড়ুয়া মুক্তা , বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মিথুন রশ্মি বড়ুয়া, ট্রাস্টি ববিতা বড়ুয়া, ট্রাস্টি রঞ্জন বড়ুয়া, ট্রাস্টি জ্যোতিষ সিংহ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবুল শর্মা এমএ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ লীগ রামু উপজেলার সাধারণ সম্পাদক ও জোয়ারিয়ানালা এইচ এম সাঁচি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নীতিশ বড়ুয়া, রাজারকুল ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত মেম্বার স্বপন বড়ুয়া, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত মেম্বার আমিন উদ্দিন মনু, মঈন উদ্দিন, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত মেম্বার বিপুল বড়ুয়া আব্বু, মোহাম্মদ ইউনুছ, ঝিলংজা গ্রামের সমাজ সেবিকা গীতা বড়ুয়া প্রমূখ।

কক্সবাজার জেলা সম্মিলিত বৌদ্ধ সমাজ আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির মধ্যে বক্তব্য রাখেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশন কক্সবাজার প্রতিনিধি জাহেদ সরওয়ার সোহেল, রামু সেনানিবাসের এসডিও প্রকৌশলী নিপু কুমার বড়ুয়া, রামু উপজেলা বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়া, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, বাংলাদেশ ওয়ার্ল্ড বুড্ডিস্ট এসোসিয়েশন কক্সবাজার জেলার সভাপতি অমরবিন্দু বড়ুয়া, সমাজ সেবক সবুজ বড়ুয়া, সাংবাদিক খালেদ হোসেন টাপু। বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক সিপন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রজ্ঞামিত্র বনবিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক টিটু বড়ুয়া। অনুষ্ঠানকে ঘিরে মঙ্গলবার ভোর থেকে ধর্মীয় নানা আয়োজন ছাড়াও বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র ও ভূবন শান্তি একশফুট সিংহশয্যা গৌতমবুদ্ধ মুর্তি প্রাঙ্গনকে আরো পূণ্যার্থী ও পর্যটক আকর্ষন করতে ২০০ ফুট দৈর্ঘ ঝুলন্ত সেতু ও ১২০ ফুট উচ্চতা সম্পন্ন স্বর্ণজাদির নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype