শুক্রবার-৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ফটিকছড়িতে মাইজভাণ্ডারী শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, দক্ষিণ ফটিকছড়ি (ঘ) জোনের শাখাসমূহের উদ্যোগে বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) “র ৯৩তম খোশরোজ শরীফ উপলক্ষ্যে মাইজভাণ্ডারী শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।১৮ ডিসেম্বর ( শনিবার) ফটিকছড়ি আজাদী বাজার হক স্কয়ার কমিউনিটি সেন্টারে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি ফটিকছড়ি (ঘ)জোনের সমন্নয়ক মাষ্টার নাছির উদ্দিন। উদ্বোধনী বক্তব্য রাখেন ১৮ নং ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান এম. এ কাইয়ুম, প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব।প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সহযোগী অধ্যাপক মাওলানা ড. মোহাম্মদ জাফর উল্লাহ্, বিশেষ আলোচক ছিলেন ঢাকা শান্ত- মরিয়ান ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. নিজাম উদ্দিন জামি। সংবর্ধিত অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান কাজী মাহমুদুল হক,আলহাজ্ব জিয়াউদ্দিন জিয়া,সোয়েব আল সালেহীন,সৌরভ হোসেন।

মোঃ আবুল কালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আবুল কালাম,মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাঙ্গুনিয়া-রাঙামাটির সমন্বয়কারী মঞ্জুরুল ইসলাম চৌধুরী, ফটিকছড়ি সমন্বয়কারী আখতারুজ্জামান চৌধুরী বাবর,আলমগীর আলম, মৌলানা হাফেজ আবুল কাসেম, মাষ্টার দিদারুল আলম সওদাগর, মাহবুব আলম, দিদারুল আলম,আনিস উদ্দিন সোহেল, মাওলানা মহিন উদ্দিন আল্ কাদেরী,মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা জাফর কামাল উদ্দিন প্রমুখ।সেমিনারে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের সংবর্ধনা দেয়া হয়। পরে মাইজভাণ্ডারী গানের জলসা অনুষ্ঠিত হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype