শুক্রবার-৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রামগড়ে স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার্থীদের টিকা প্রদান শুরু

রামগড়ে প্রথমবারের মত মাধ্যমিক-উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের লাইনে দাড়িয়ে করোনা ভ্যাকসিন গ্রহন শুরু হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীদের এই টিকার আওতায় আনা হবে।

প্রথম পর্যায়ে রামগড় সরকারী ডিগ্রি কলেজ, রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়, রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়,বলিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়, নাকাপা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধুমাত্র তাদের জন্মনিবন্ধন কার্ড দিয়ে ফাইজারের প্রথম ডোজ গ্রহণ করছেন।

রেজিস্ট্রেশনের ঝামেলা না থাকায় লাইনে দাঁড়িয়ে দ্রুত সময়ের মধ্যে টিকা পেয়ে খুশি শিক্ষার্থীরা।

২৩ নভেম্বর (বৃহঃবার) সকালে রামগড় পৌরসভা সম্মেলন কক্ষে টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, পৌর মেয়র রফিকুল আলম কামাল,উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ প্রতীক সেন,কাউন্সিলর আহসান উল্লাহ্ ও কণিকা বড়ুয়া।

রামগড় উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ প্রতীক সেন এ প্রতিনিধিকে জানান, শিক্ষার্থীদে টিকা প্রদান ২৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ টিকা কার্যক্রম চলমান রয়েছে। টিকা প্রদান কাজে ছেলে ও মেয়েদের জন্য বুথে স্বাস্থ্যকর্মী, এমএইচভিকর্মী নিয়োজিত রয়েছে। এছাড়াও বিএনসিসি ও রেডক্রিসেন্টের সেচ্ছাসেবীরা প্রতিটি টিকার কাজে সহযোগিতা করছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু কাউছার জানান, উপজেলার বিভিন্ন কলেজ-এইচএসসি পরীক্ষায় ফরম পূরণকৃত শিক্ষার্থীদের মধ্যে যারা ফরমের প্রিন্টআউট কপি নিয়েছেন তাদের টিকা দেওয়া হচ্ছে। পরীক্ষার আগে সকল পরীক্ষার্থীকে টিকা প্রদান করা হবে।
জানা গেছে-বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৩হাজার ২৮৮ জনকে করোনা প্রতিরোধক টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলমান রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype