শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর সাথে সাক্ষাৎ করলেন বিসিসিইউএল প্রতিনিধিবৃন্দ

রাউজানের সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, দারিদ্র্য নির্মূলে সরকারি-বেসরকারি নানা উদ্যোগ থাকলেও দেশ ও সমাজে দারিদ্র্য এখনো রয়ে গেছে। বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। ভয়াবহ সামাজিক সমস্যা দারিদ্র্য নির্মূলে সমন্বিত বাস্তবভিত্তিক পদক্ষেপ নিতে হবে। রাউজানে কদলপুরে প্রতিষ্ঠিত দি বুড্ডিষ্ট কো পারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ বিসিসিইউএল কে দুস্থ মানবতার কল্যাণে ভূমিকা রাখার আহবান জানান তিনি।

দি বুড্ডিষ্ট কো পারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ বিসিসিইউএল এর প্রতিষ্ঠাতা ও সম্প্রতি জাতীয় সমবায় পুরস্কার ২০২০ অর্জনকারী ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষু মহোদয় এর নের্তৃত্বে একদল প্রতিনিধিবৃন্দ ১ ডিসেম্বর বুধবার দুপুরে রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর সাথে নগরীর কোতোয়ালীস্থ এমপি’র বাসভবনে সৌজন্য সাক্ষাতে মিলিত হলে তিনি এসব কথা বলেন। প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম তুলে ধরে বিসিসিইউএল এর প্রতিষ্ঠাতা ও সম্প্রতি জাতীয় সমবায় পুরস্কার ২০২০ অর্জনকারী ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষু  বলেন, দি বুড্ডিষ্ট কো পারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ বিসিসিইউএল দারিদ্র্য বিমোচনে সমবায়ভিক্তিক কাজ করে যাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের প্রাক্তন সহ-সভাপতি ও ১০নং পূর্ব গুজরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা.স্বপন চন্দ্র বড়ুয়া, কদলপুর সুধর্মানন্দ বিহারের সহ সভাপতি সংগঠক বাবু বিধান চন্দ্র বড়ুয়া, বিসিসিইউএল ট্রেজারা শিক্ষক আশুতোষ বড়ুয়া, বিসিসিইউএল ডিরেক্টর এপেক্সিয়ান মৃনাল কান্তি বড়ুয়া, বিশিষ্ট সংগঠক ও সমাজকর্মী উপদেশ বড়ুয়া প্রমুখ।

সৌজন্য সাক্ষাত শেষে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীকে আগামী ৩-৪ ফেব্রুয়ারি ২০২২ সালে অনুষ্ঠিত বিসিসিইউএল এর রজত জয়ন্তী অনুষ্ঠানে জাতীয় মৎস পদক অর্জন করায় সমবায় সদস্য তথা নাগরিকদের পক্ষ হতে সংবর্ধনা প্রদানসহ আয়োজনের সর্বাঙ্গীণ ভূমিকা রাখার আহবান জানান বিসিসিইউএল এর প্রতিষ্ঠাতা ও সম্প্রতি জাতীয় সমবায় পুরস্কার ২০২০ অর্জনকারী ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষু ।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype