
রাউজান উপজেলার আবুরখীল গৌতম বিহার উন্নয়ন পরিচালনা পরিষদ’র সম্মানিত সাধারণ সম্পাদক, শিক্ষক সনদ কুমার বড়ুয়া’ ও প্রধান শিক্ষিকা সঞ্চিতা বড়ুয়ার পিতা,, সাংবাদিক রতন বড়ুয়ার শ্বশুড় সমাজ সেবক, শিক্ষাবিদ,উপাসক সুমঙ্গল বড়ুয়া আজ দুপুর ১.০০ মিঃ নোয়াপাড়া কসমিক হাসপাতালে আসার পথে মৃত্যু বরণ করেছেন ।তাহার বয়স হয়েছিল ৮৪ বৎসর।
আগামীকাল ৩/১২/২০২১ ইংরেজি শুক্রবার বিকাল ২.০০ টায় প্রয়াত শিক্ষক সুমঙ্গল বড়ুয়া অনিত্য শোক সভা ও পুন্যদান অনুষ্ঠান পারিবারিক বাসভবনে অনুষ্ঠিত হইবে।
দক্ষিন ঢাকাখালী পল্লী মঙ্গল সমিতি, দক্ষিণ ঢাকাখালী গৌতম বিহার উন্নয়ন পরিচালনা পরিষদ, সার্বজনীন জেতবন বিহার’র সকল দায়ক- দায়িকা , আবুরখীল তালুকদার পাড়া প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদ, শান্তিময় বিহার পরিচালনা পরিষদ ও সবার পক্ষ থেকে শিক্ষাবিদ প্রয়াত সুমঙ্গল বড়ুয়ার পারলৌকিক সৎগতি কামনায় পূন্যরাশি দান করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।