
রাউজানের নোয়াপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ১ ডিসেম্বর সাড়ে সাতটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের নোয়াপাড়া ইউনিয়নের দীনেশ মার্কেটে। আগুনে ক্ষতিগ্রস্থরা হলো নোয়াপাড়া বাজারে দীনেশ মার্কেটের গাউছিয়া তৈয়বিয়া ষ্টোর, গ্যাস ট্রেডিং, রাজু ডিপার্টমেন্টাল ষ্টোর, ফার্নিসার দোকান, মের্সাস এন এস ইলেকট্রিক, শ্রী কৃষ্ণ ষ্টোর, মদিনা মনোয়ারা ব্যাটারি হাউস। প্রাথমিকভাবে জানা গেছে ,গ্যাস সিলিন্ডার বিস্ফোরন হয়ে আগুনের সুত্রপাত হয়। সেসময় আগুনের লেলিহান দাবালনের ছড়িয়ে পড়ে আশপাশের দোকান গুলোতে। দোকানে উপরে দিয়ে যাওয়া বিদ্যুৎ তারে আগুন লেগে কয়েকটি ট্রান্সফরমার ও গ্যাস সিলিন্ডার বিকট বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে জনমনে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মদুনাঘাট দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এর আগে ৬টি দোকান পুড়ে যায়। ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে এ অগ্নিকাণ্ডে।