শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রামগড়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান প্রদান

রামগড়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জিআর প্রকল্পে আওতায় সম্প্রতি সময়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১(এক)পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

২৩ নভেম্বর (মঙ্গলবার) বিকাল ৫ টায় ১নং রামগড় ইউপিস্থ চিনছড়ি অংহ্রাপাড়া গ্রামে উক্ত ঢেউটিন ও কম্বলসহ আর্থিক অনুদান প্রদান করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী – উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার।

এসময় পিআইও মনসুর আলী,
উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রামার রেহান উদ্দিন, সদ্য নির্বাচিত ১নং পৌর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হক- ২নং পৌর ওয়ার্ড কাউন্সিলর শ্যামল ত্রিপুরা, প্রবীন ব্যক্তি লাল মিয়া, স্থানীয় সরকারী কার্বারী করেন্দ্র ত্রিপুরা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মনসুর আলী এ প্রতিনিধিকে জানান, সম্প্রতি গত শনিবার ২০ নভেম্বর চিনছড়ি অংহ্লাপাড়াস্থ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে ২বান ঢেউটিনসহ নগদ ৬ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
এসময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার প্রধান তরুন ত্রিপুরা সরকারী ও বেসরকারী এবং বিভিন্ন ব্যক্তিদের সহযোগীতা পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype