শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ঘন-মজবুত চুল হবে ধনে পাতায়

ঘন কালো, ঢেউ খেলানো মখমল চুলের অধিকারী হতে কে না চায়! যদিও ত্বকের তুলনায় চুলের যত্ন নেওয়াটা কঠিন। তবে চুলকে সতেজ রেখে লম্বা করা যাবে ঘরে বসেই।
পুষ্টিবিদরা বলছেন, চুলের নানা সমস্যা দেখে ঘাবড়ে যাওয়ার কিছুই নেই। চুলের নিয়মমাফিক খানিক যত্ন আবার সতেজ করে দিতে পারে আপনার রুক্ষ-শুষ্ক-ঝরতে শুরু করা চুলকে।

চুলের যত্ন নিতে আমরা বিভিন্ন হেয়ার ট্রিটমেন্ট ব্যবহার করে থাকি। ঘরোয়া হেয়ার মাস্ক বা হেয়ার প্যাক তৈরি করতে সাধারণত আমরা রান্নাঘরের বিভিন্ন উপাদান ব্যবহার করি। লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, কিছু কিছু ফল বা সবজি বা শাকেরও মাস্ক তৈরি করা যায়। যেগুলো আমাদের চুলের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তেমনই একটি উদাহরণ হলো ধনে পাতা।

ধনে পাতার রস
রান্নায় ব্যবহার করা হয় সুস্বাদু ধনে পাতা। এটি একটি সুগন্ধি ঔষধি গাছ। চুলের যত্নে ব্যবহার করা যায় ধনে পাতার রস। এজন্য একগুচ্ছ তাজা ধনে পাতা নিয়ে তাতে কয়েক টেবিল চামচ পানি দিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। এবার এই পেস্টটি ভালো করে ছেঁকে রস বের করুন। চুলের পাশাপাশি মাথার ত্বকেও এই রস লাগান। আধা ঘণ্টা রাখার পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার এই পেস্ট চুলে লাগান। এতে চুল ঝরঝরে হবে। পাশাপাশি চুলের বৃদ্ধিও হবে।

অ্যালোভেরা এবং ধনে পাতা
অ্যালোভেরার গুণাগুণ কতটা, তা আর বলার অপেক্ষা রাখে না। আর এই অ্যালোভেরার সঙ্গে ধনে পাতার মিশ্রণ চুল পড়া কমাতে পারে। খুব সহজেই তৈরি করা যায় এই হেয়ার মাস্ক। এজন্য প্রথমে ধনে পাতার পেস্ট তৈরি করে নিন। এরপর ধনে পাতার পেস্ট এবং অ্যালোভেরা জেল ভালো করে মিশিয়ে নিন। এবার এই মসৃণ পেস্ট পুরো চুলে লাগান। অন্তত ২০ মিনিট পর মাথা ধুয়ে ফেলুন। এই হেয়ার মাস্ক ব্যবহারে আপনার চুল হয়ে উঠবে নরম ও স্মুথ!

আরও পড়ুন: ক্যানসারের আশঙ্কা আছে কি না, নখই বলে দেবে

ধনে পাতা এবং মুলতানি মাটি
আদিকাল থেকে রূপচর্চায় ব্যবহার হয়ে আসছে মুলতানি মাটি। স্বল্প খরচে ত্বক ও চুলের যত্ন নিতে চাইলে মুলতানি মাটির বিকল্প অন্য কিছু হতে পারে না!

মুলতানি মাটি চুলের জন্যও খুব ভালো। ধনে পাতা ও মুলতানি মাটির পেস্ট চুলের জন্য খুবই উপকারী। মুলতানি মাটি ও ধনে পাতার পেস্ট প্রয়োগ করলে চুল ঘন ও লম্বা হয়। এজন্য প্রথমে ধনে পাতার পেস্ট তৈরি করুন। এরপর মুলতানি মাটির সঙ্গে ধনে পাতার পেস্ট মিশিয়ে নিন। এই পেস্ট চুলে লাগিয়ে অন্তত ২০ মিনিট পর চুল ধুয়ে ফেলুন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype