রামগড়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জিআর প্রকল্পে আওতায় সম্প্রতি সময়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১(এক)পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
২৩ নভেম্বর (মঙ্গলবার) বিকাল ৫ টায় ১নং রামগড় ইউপিস্থ চিনছড়ি অংহ্রাপাড়া গ্রামে উক্ত ঢেউটিন ও কম্বলসহ আর্থিক অনুদান প্রদান করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী - উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার।
এসময় পিআইও মনসুর আলী,
উপজেলা আইসিটি সহকারী প্রোগ্রামার রেহান উদ্দিন, সদ্য নির্বাচিত ১নং পৌর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হক- ২নং পৌর ওয়ার্ড কাউন্সিলর শ্যামল ত্রিপুরা, প্রবীন ব্যক্তি লাল মিয়া, স্থানীয় সরকারী কার্বারী করেন্দ্র ত্রিপুরা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মনসুর আলী এ প্রতিনিধিকে জানান, সম্প্রতি গত শনিবার ২০ নভেম্বর চিনছড়ি অংহ্লাপাড়াস্থ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে ২বান ঢেউটিনসহ নগদ ৬ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
এসময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার প্রধান তরুন ত্রিপুরা সরকারী ও বেসরকারী এবং বিভিন্ন ব্যক্তিদের সহযোগীতা পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.