মঙ্গলবার-১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

যে হাসপাতালে ভর্তিতে টাকা লাগে না, তদ্বির লাগে না।

যে হাসপাতালে ভর্তিতে টাকা লাগে না, তদ্বির লাগে না।

জুবাইর চট্রগ্রাম

তিনি করোনা আক্রান্ত। কিন্তু তবুও তার কাঁধে হাত রাখছে কিছু লোকজন। তারা গল্প করছে, হাসাহাসি করছে। চারদিন আগে এসেছেন এখানে। ফোন করেন একবার। ১০ মিনিটের মধ্যেই এম্বুল্যান্স এসে হাজির! হাসপাতালে পৌঁছে দেখেন দুইজন ডাক্তার আগে থেকেই দাঁড়িয়ে তার জন্য! অথচ গত তিন মাসে একজন ডাক্তারও দেখাতে পারেন নি তিনি। হুইল চেয়ারে তার কেবিনে নেওয়া হল। নির্দিষ্ট সময়ে খাবার হাজির, যে ওষুধের জন্য দোকান থেকে দোকানে ঘুরেছেন, খাওয়ার পর চলে এল সে ওষুধও। এমন মমতার সেবা পেয়ে পাঁচদিনেই সুস্থ হয়ে যান তিনি। বাড়ি ফেরার সময় যখন জানতে চান বিল কত? তখনই জানতে পারেন, সবকিছুই ফ্রি! শেষে সবার মধ্যমণি হয়ে হাসিমাখা একটা সেলফি তুলে জয়ী বেশে ফেরেন বাড়ি।
উপরের ঘটনা কোন বিদেশি হাসপাতালের নয়; এটা আমাদেরই হাসপাতাল। সিএমপি বিদ্যানন্দ হাসপাতাল। করোনা হওয়ার ‘ অপরাধে’ হয়ত অনেক হাসপাতাল আপনাকে ফিরিয়ে দিয়েছে। কিন্তু আমরা নিজেরাই নিয়ে আসব আপনাকে হাসপাতালে। ভর্তি হয়ে আপনাকে অক্সিজেনের জন্য স্ট্যাটাস দিতে হবেনা, ডাক্তারের জন্য হা হুতাশও করতে হবে না। ফোন করার দায়িত্ব আপনার, আর আপনার দায়িত্ব আমাদের। আপনি কিংবা আপনার পরিচিত কোন করোনা রোগী থাকলে ফোন করুন ০১৮৪৪২৪০৪০৩ নাম্বারে। করোনা নিয়ে আতঙ্ক নয়, চিকিৎসা নিয়ে শঙ্কা নয়।
আমরা বাঁচব, আমরা বাঁচাব। মানুষের বেঁচে থাকার স্বপ্নকে বাঁচিয়ে রাখতেই আমাদের উদ্যোগ।
সিএমপি-বিদ্যানন্দ হাসপাতাল, মানবতার হাসপাতাল।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype