শুক্রবার-১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ-১৫ই শাবান, ১৪৪৬ হিজরি

নগরীর আকবরশাহ এলাকায় ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

নগরীর আকবরশাহ এলাকায় ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

কমল চক্রবর্তী চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন নতুন মনসুরাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১৯৯ বোতল ফেনসিডিল উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৭।

আজ শুক্রুবার ১০ জুলাই সকাল ১১ঃ১৫ মিনিটের সময় চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ্ থানাধীন নতুন মনসুরাবাদ এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানান, র‍্যাব-৭ এর সহকারী পরিচালক(মিডিয়া এন্ড অপস) সিনিয়র এএসপি মাহমুদুল হাসান মামুন।

আটককৃত আসামী হল, মোঃ বাদশা মিয়া (২০) চট্টগ্রাম জেলার সিএমপি -আকবরশাহ্ থানাধীন ভিতর ফিরোজশাহ গ্রামের মৃত আমান উল্লাহ মিয়ার ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মাশকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ্ থানাধীন নতুন মনসুরাবাদস্থ শ্যামলী পরিবহন বাস কাউন্টারের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর র‍্যাব-৭ এর একটি টহল দল অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি একটি প্লাস্টিকের বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আটক করে।

পরে আটককৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেখানো ও সনাক্ত মতে আসামীর নিজ হেফাজতে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ১৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে দীর্ঘদিন যাবত বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন অভিনব কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীদের কাছে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লক্ষ ৯৯ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামীকে নগরীর আকবরশাহ্ থানায় হস্তান্তর করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype