
আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলার ২২ নং সেনুয়া ইউনিয়ন আওয়ামীলীগের অয়োজনে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ০১ নভেম্বর (সোমবার) বিকেলে চৌধুরী হাট উচ্চ বিদ্যালয়ে ২২নং সেনুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নোবেল কুমার সিংহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রুহিয়া থানা আওয়ামী লীগের সভাপতি পার্থ সারথি সেন ।
বিশেষ হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু । অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, রুহিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জব্বার, মকবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মজিবর রহমান , সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব (সাংবাদিক) সাংগঠনিক সম্পাদক আনোয়ার জাহিদ রুমি প্রমুখ। রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু তার বক্তব্যে বলেন, আগামী ইউনিয়ন পরিষদ-নির্বাচনে নবগঠিত ২২ নং সেনুয়া ইউনিয়নের নৌকা মার্কায় মনোনীত প্রার্থীকে বিজয় নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে। তিনি আরো বলেন,যারা দলীয় প্রার্থীর বিপক্ষে নির্বাচন করবে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় তিনি দল মত নির্বিশেষে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান। বর্ধিত সভার দ্বিতীয় অধিবেশনে রুহিয়া থানা আওয়ামী লীগের সভাপতি পার্থ সারথি সেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবুর সঞ্চালনায় তৃণমূল পর্যায়ের নেতা কর্মীর প্রস্তাব ও সমর্থনকারীর মাধ্যমে ৫ জন চেয়ারম্যান পদে প্রার্থীর নাম আসে, যথাক্রমে, ২২ নং সেনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নোবেল কুমার সিংহ, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক, ঠাকুরগাঁও জেলা কৃষক লীগের আহ্বায়ক কমিটির সদস্য, ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত কেন্দ্রীয় পরিষদ বাংলাদেশ এর সহ-সভাপতি এবং ২২ নং সেনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ মেহেদী আহসান উল্লাহ চৌধুরী, সেনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম রবি, সেনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মহাদেব চন্দ্র, সেনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মোট ৫ জনের নাম উঠে আসে। আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর নাম সংরক্ষণ করেন রুহিয়া থানা কমিটির নেতৃবৃন্দ । সভা সঞ্চালনায় করেন, ২২ নং সেনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম রবি। বর্ধিত সভায় ওয়ার্ড কমিটি ও ইউনিয়ন কমিটির তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা দলীয় প্রার্থীর বিজয় এবং যোগ্য প্রার্থীকে বাছাই করার জন্য থানা আওয়ামী লীগের নেত্রীবৃন্দের অনুরোধ করেন।