
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সর্ত্তারকুল দায়রা শাখা, শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ফোরখানী মাদ্রাসা ও হিলভিউ সোসাইটির যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)”র খোশরোজ শরীফ উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদে মাগরিব সংগঠনের দায়রা শরীফ ময়দানে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও রাউজান উপজেলার সমন্বয়ক মোহাম্মদ মামুন মিয়া।
প্রধান বক্তা ছিলেন খিরাম নুরুল উলুম আহমদিয়া রেজভী সুন্নিয়া মাদ্রাসার মুদ্দারিছ আল্লামা আবুল বশর মাইজভাণ্ডারী, বিশেষ বক্তা ছিলেন আল্লামা কে এম বেলাল হোসাইন মাইজভাণ্ডারী, আল্লামা বাহাউদ্দিন ওমর। সংগঠনের প্রচার সম্পাদক ইসমাইল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী,রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম,রাউজান উপজেলা সমন্বয়ক আনিসউল খাঁন বাবর,আক্কাস উদ্দিন মানিক,নাজিমুউদ্দি কালু,মাওলানা শহীদুল আলম, সংগঠনেরসহ সভাপতি উসমান গণি মুরাদ, অর্থ সম্পাদক নাছির উদ্দিন, হাফেজ মিজানুর রহমান, মাওলানা হালিম,মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা সাজ্জাদ হোসাইনসহ সংগঠনের কর্মকতাও সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন। মিলাদ কিয়াম শেষে দেশ জাতি ও বিশ্বের মুসলিম উম্মাহ্ কল্যাণে মোনাজাত করা হয়।পরে জিকিরে ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়।