সোমবার-১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ-৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মীরসরাইতে জাতীয় যুব দিবস উদযাপন

“দক্ষ যুব সমৃদ্ধ দেশ- বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্য বিষয়ে আজ ১ নভেম্বর সারা দেশের ন্যায় মীরসরাই উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর উদযাপন করেছে জাতীয় যুব দিবস ২০২১।

এ উপলক্ষ্যে উপজেলা চত্ত্বরে সকাল ১১টায় র‍্যালি, আলোচনা সভা, থ্যালাসেমিয়া সচেতনতামূলক লিপলেট, মাস্ক ও গাছের চারা বিতরণ এবং প্রশিক্ষণের সনদ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন অফিসার কাজী আব্দুল আলীম এর সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়ের সভাপতি আশরাফ উদ্দিন সোহেলের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন, ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন,উপজেলা সমাজসেবা অফিসার সাবরিনা রহমান লিনা, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী কে এম সাঈদ মাহমুদ । প্রধান অতিথি তার বক্তব্যে এ বছরের প্রতিপাদ্য বিষয়ে বিশদ আলোচনা করেন। তিনি যুবকদের কর্মসংস্থানের জন্য উদ্যোক্তা হওয়ার আহবান জানান।

উপজেলা যুব উন্নয়ন অফিসার তার বক্তব্যে বলেন, “যুবদের আগামী ৫/১০ বৎসরের জন্য প্রস্তুত হতে হবে। ইকোনোমিক জোনে দক্ষ যুব শক্তির প্রয়োজন হবে। আপনারা দক্ষ না হলে তো বাইরের লোক নিতে হবে। এছাড়া তিনি স্বাধীনতাযুদ্ধসহ সকল আন্দোলনে যুবদের ভুমিকা ও সরকারের যুব ভাবনা তুলে ধরেন।”

উক্ত কার্যক্রমে উপজেলার বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহনকারী সংগঠনগুলো হচ্ছে শান্তিনীড়, দুর্বার প্রগতি সংগঠন, অভিযান, উদয়ন, মধ্যম আমবাড়ীয়া যুব সংঘ, সৃজন যুব সংঘ, হিতকরী যুব সংঘ, অদম্য যুব সংঘ, আদর্শ বন্ধু ফোরাম, নির্বাণ যুব সংঘ, দক্ষিণ আমবাড়ীয়া সমাজ কল্যাণ সমিতি, প্রাক্তন ছাত্র পরিষদ দুর্গাপুর, উদ্দীপন, ইউসাম, লায়ন্স ক্লাব অব চিটাগাং মীরসরাই, প্রচেষ্টা ছাত্র পরিষদ, স্বপ্নতরী-৭১,লিও ক্লাব অব চট্টগ্রাম মীরসরাই, বিপ্লব সংঘ, লিও ক্লাব অব চট্টগ্রাম হিলভিউ, সমাজবন্ধু সংগঠন, অনির্বাণ ক্লাব, ঝংকার, আদর্শগ্রাম শেখটোলা, অন্তরঙ্গ, রক্তের বন্ধনে মীরসরাই, সাকিবিয়ান অব মীরসরাই, উত্তরণ, আবুল বশর স্মৃতি সংসদ, রক্তিম ফাউন্ডেশন, সাকিবিয়ান অব মীরসরাইয়ান, মীরসরাই প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, উপকূল সমাজ উন্নয়ন সংস্থা, প্রথম প্রহর ফাউন্ডেশন, সেতুবন্ধন, প্রীতিলতা, যুব উন্নয়ন সংঘ, মীরসরাই ব্লাড ডোনার্স সোসাইটি ও বারইয়ারহাট ব্লাড ব্যাংক প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype