
মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকায় কাভারভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে ১জন নিহত ও ২ জন আহত হয়েছে।
সোমবার বিকেল, ২.৫০মিনিটে উপজেলার গচ্ছাবিল মৃধা টার্কি ফার্ম এর সামনে খাগড়াছড়িগামী একটি কর্ভারভ্যান এর সাথে অপরদিক মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল চালকসহ ২ যাত্রী গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে আনলে চিকিৎসকরা ডা. মহি উদ্দীন রাজা মিয়া(১৬), পিতা- শাহিন মিয়াকে মৃত্যু ঘোষনা করেন। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় সুজন (১৫), পিতা- শাহজাহান মিয়া মো. সাকিবুল হাসান শাওন (১৪), পিতা-মো. আনোয়ার হোসেন সাং মাটিরাংগা,খাগড়াছড়িকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
থানার ও.সি মোহাম্মদ শাহনূর আলম এ প্রসঙ্গে বলেন, ৩ কিশোর মোটরসাইকেল নিয়ে মাটিরাংগার থেকে আত্মীয়ের বাসায় বেড়াতে এসে ঘুরাঘুরি করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। গাড়ী ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।