
জুবাইর চট্রগ্রাম
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচীর অংশ হিসেবে,সোনাইমুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নির্দেশক্রমে ৫ নং অম্বরনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ গত ১ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।
৫ নং অম্বরনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সৈয়দ আনোয়ার হোসেন লিটন শুরু থেকে এখন অব্দি এই কার্যক্রম চলমান রাখে।
ইউনিয়নের অধিকাংশ স্কুল, মাদ্রাসা, মসজিদ ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে ফলজ,বনজ ও ওষুধি গাছের চারা রোপন করা হয়।
স্থানীয় তরুণ, যুবক ও বয়োজ্যেষ্ঠ সকলের কাছে এই উদ্যোগ প্রশংসনীয় হয়ে উঠে।ইউনিয়ন আওয়ামীলীগের শীর্ষ পর্যায়ের নেতা কর্মীরা ও স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানায়।
আহবায়ক লিটনের সাথে কথা বললে উনি জানায়,মুজিবশত বর্ষে উনি পুরো ইউনিয়নকে সবুজের সমারহে গড়ে তুলতে চান।তিনি আরো বলেন, নেত্বীর এই নির্দেশনা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে পুরো ইউনিয়নে।
সার্বিক সহযোগিতায় ছিল,ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠন সমূহ।