শুক্রবার-১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ-১৫ই শাবান, ১৪৪৬ হিজরি

স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক লিটনের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি।

জুবাইর চট্রগ্রাম
মুজীব শতবার্ষিকী উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় সোনাইমুড়ী উপজেলার, ৫ নং অম্বরনগর ইউনিয়নের আহবায়ক সৈয়দ আনোয়ার হোসেন লিটন ১ মাস ব্যাপী কর্মসূচি পালন করে।
বিশেষ করে ওয়াছেকপুর বালিকা মাদ্রাসা, আল ফালাহ মডেল স্কুল, ওয়াছেকপুর আজিজিয়া মাদ্রাসা, তাকিয়া মসজিদ,শেখ ফরিদ শাহ মাজার ও ইউনিয়নের বিভিন্ন স্থানে ফলজ,বনজ ও ওষুধি গাছের চারা রোপন করা হয় গত মাস ব্যাপী।
ইউনিয়ন জুড়ে এমন উদ্যোগ খুব প্রসংসার দাবী হয়ে উঠেছে। তার এমন উদ্যোগ দেখে ইউনিয়নের বিভিন্ন অঙ্গসংগঠন আরো অনুপ্রাণিত হয় বৃক্ষরোপণ করার জন্য।ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগ সাধুবাদ জানায় এই কর্মসূচীকে এবং সর্বাত্মক সহযোগিতা করে।
এই বিষয়ে, আহবায়ক লিটনের সাথে কথা বললে উনি আমাদেরকে জানায়, মুজীব বর্ষে নেত্রীর এই নির্দেশনা তিনি পুরো ইউনিয়ন ব্যাপী চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। তিনি চায় মুজীব বর্ষে পুরো ইউনিয়নকে সবুজের সমারহে গড়ে তুলতে এবং এটির জন্য সবার সার্বিক সহযোগিতা কাম্য করেন।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype