
রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও মাইজভাণ্ডারী গানের জলসা অনুষ্ঠিত হয়েছে।২১ অক্টোবর (বৃহস্পতিবার) বাদে মাগরিব রাউজান প্রেস ক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম। প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ,প্রধান বক্তা ছিলেন মাইজভাণ্ডারী একাডেমীর সদস্য আল্লামা হাবিবুল হোসাইন মাইজভান্ডারী। যুগ্ম সাধারণ সম্পাদক এম রমজান আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু,রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম,মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী ,এস এম মহিবুল্লাহ্, মোহাম্মদ ইউসুফ আলী, উপজেলা যুবলীগের সহ সভাপতি সারজু মোহাম্মদ নাছের।
বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাওলানা এম বেলাল উদ্দীন, প্রদীপ শীল,সহ সভাপতি জাহাঈীর নেওয়াজ,নেজাম উদ্দীন রানা, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দীন হাবিবী,অর্থ সম্পাদক হাবিবুর রহমান,দপ্তর সম্পাদক আমির হামজা, সদস্য শাহাদাত হোসেন সাজ্জাদ,লোকমান আনচারী, মোহাম্মদ আরফাত হোসাইন, মোহাম্মদ আলাউদ্দিন, জিয়াউর রহমান। উপস্থিত ছিলেন যু্বলীগ নেতা সাবের হোসেন,ছাত্রলীগ নেতা তানভীর হাসান চৌধুরী, নাছির উদ্দিন পরিবেশ নেতা নুরুল আবছার, মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলার সমন্বয়কারী আনিসউল খান বাবর, নাজিমুদ্দিন কালু, কাজী আসলাম উদ্দিন, মাওলানা সাজ্জাদ হোসাইন,আবুল কালাম, রুপন।কাওয়ালী পরিবেশন করেন জাহাঈীর আলম কাওয়াল। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত ও তাবরুক বিতরণ করা হয় ।