
জাতীয় সড়ক দিবস উপলক্ষে হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিওনের ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আয়োজনে নানা কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফাঁড়ি ইনচার্জ মোঃ সালাউদ্দিন। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক আলম হোসেন, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন( আরজেএফ) চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম। বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক মোঃ রাকিব দেওয়ান, এ এস আই আনিসুর রহমান।
জাতীয় নিরাপদ সড়ক দিবসের এ বছরের প্রতিপাদ্য বিষয় হল গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি। নানা কর্মসূচির মধ্যে মহাসড়ক আইন, ট্রাফিক আইন বিষয়ক সচেতনতামুলক আলোচনা সভা, লিফলেট বিতরন, চালক ও হেলপারদের মাঝে মাস্ক বিতরন।
এ ছাড়াও মহাসড়কে অবৈধ স্থাপনার কুফলসহ সড়ক দুর্ঘটনারোধে বিভিন্ন বিষয় ক্যাম্পেনিং করা হয়।