
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব আয়োজন উপলক্ষে তালসরা আনন্দরাম বিহারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
২০ অক্টোবর এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদ। বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি দিদারুল আলম।
উপস্থিত ছিলেন আনন্দরাম বিহারের অধ্যক্ষ ভদন্ত জিনরতনমহাস্থবির,সাবেক ছাত্রনেতা বিশিষ্ট সমাজসেবক এম এ সালাম, এবং লায়ন সন্তোষ কুমার নন্দী
,সাবেক মেম্বার বিশিষ্ট সমাজসেবক প্রদীপ বড়ুয়া সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ বৌদ্ধ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি ও উপস্থিত অতিথিবৃন্দ ফানুস বাতি উদ্বোধন করেন।
উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজসেবক সাবেক ছাত্রনেতা আমেরিকা প্রবাসী রুপম বড়ুয়া। সভায় প্রধান অতিথি বলেন আজ বাংলাদেশে তিন মহা উৎসবের মিলন মেলা। এটি হচ্ছে মুসলিমদের ঈদে মিলাদুন্নবী হিন্দুদের লক্ষী পূজা বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমা উৎসব। এটি হচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশের একটি চমৎকার নমুনা এবং কাকতালীয় বিষয়।