শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে ভ্রাতৃত্বসুলভ মনোভাব জাগ্রত করেছেন হযরত মুহাম্মদ (সা.)-মাহফিলে বক্তারা

বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (সা.)। মানবজাতিকে সঠিক পথ ও মুক্তির দিশা দেয়ার জন্য আল্লাহতায়ালা তাকে দুনিয়াতে পাঠিয়েছিল।মানুষকে সত্যের দিকে আহ্বান করেছেন। হিংসা-বিদ্বেষ দূর করে শ্রেণিবৈষম্যকে অতিক্রম করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে ভ্রাতৃত্বসুলভ মনোভাব জাগ্রত করেছেন।

আল্লাহর সন্তুষ্টি ও ভালোবাসা অর্জন করতে হলে তাঁর প্রিয় হাবিব রাসূল (সা.) কে ভালোবাসতে হবে। তাঁর জীবন আদর্শ অনুসরণ করতে হবে।মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে ভালোবাসা মুমিন হওয়ার অন্যতম শর্ত। তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা ছাড়া কেউ মুমিন হতে পারে না।

গতকাল বুধবার রাউজানের চিকদাইরে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিলে বক্তারা এসব কথা বলেন। চিকদাইর হাজী চাঁন মিয়া সারাং বাড়ির ঈদগাহ ময়দানে অত্র বাড়ির জামে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন অত্র মসজিদের খতিব আল্লামা সৈয়দ পেয়ার মোহাম্মদ।

হাজী চাঁন মিয়া সারাং জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকের হোসেন মাষ্টারের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন আল্লামা মুফিত আবুল কাশেম তাহেরী, বিশেষ বক্তা ছিলেন আল্লামা ইউছুপ আল্- কাদেরী।

উপস্থিত ছিলেন হাজী চাঁন মিয়া সারাং জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী আবু তাহের, সহ সভাপতি মোহাম্মদ ইউছুপ, মোহাম্মদ কামাল উদ্দিনক,মাওলানা ইউছুপ, মাওলানা মহিউদ্দিন, ইউপি সদস্য আনোয়ার, আব্দুর রশিদ সওদাগর, জসিম উদ্দিন, নাজিমুদ্দিন কালু,সোলাইমান, নজরুল সওদাগর, ইউনুস, হাসান, রুবেলসহ অনেকেই।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype