
প্রবারনার পর শুরু হয়েছে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবর দান উৎসব । দীর্ঘ তিন মাস বর্ষাব্রত পালনের পর প্রবারনা পুর্নিমাতে ফানুষ উড়ানোর মাধ্যমে শেষ হয় বর্ষাব্রত পালন । এরপর একমাস ব্যাপি শুরু হয় প্রত্যেক বিহারে কঠিন চীবর দান উৎসব ।
তারি ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাউজান উপজেলার পূর্বআবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারে কঠিন চীবর দান ধর্মীয় ভাবগাম্ভিয্যের মাধমে অনুষ্ঠিত হয় ।
সাংবাদিক রতন বড়ুয়ার সঞ্চালনায় এবং বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অর্থসচিব ভদন্ত সোবিতানন্দ মহাথেরর সভাপতিত্বে প্রধান অতিথির আসন গ্রহন করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ধর্মীয় সম্পাদক ভদন্ত অরুনানন্দ মহাথের ।
এতে একক ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন খৈয়াখালী ধম্মবিজয়ারাম বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদন্ত উ পাঞা চক্ক মহাথের ।
পঞ্চশীল প্রার্থনা করেন প্রবীন সমাজ সেবক শান্তিপদ বড়ুয়া কঠিন চীবর দান অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন শান্তিময় বিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ থের ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক পিকলু বড়ুয়া ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক পরমানন্দ মহাথের ।
ধর্মদেশকছিলেন ভদন্ত ধর্মপ্রিয় থের ও পূর্নানন্দ থের । ভিক্ষু সংঘদের মাঝে আরো উপস্থিত ছিলেন উত্তর গুজরা বিবেকরাম বিহারের অধ্যক্ষ ভদন্ত পূর্নানন্দ থের , করুনা প্রিয় ভিক্ষু ও মুদিতা নন্দ ভিক্ষু ।
কঠিন চীবর দান উৎসবে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রনালয়ের বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি মিথুন রশ্মী বড়ুয়া ও তরুন দানশীল ব্যাক্তিত্ব বরন বড়ুয়া ।
বিহার পরিচালনা কমিটির পক্ষ হতে অতিথিদের ফূল ও সম্মাননা ক্রেষ্ট তুলে দেন পরিচালনা কমিটির কর্মকর্তারা ।
সকালে এক মহতি সংঘদান , অষ্ঠপরিস্কার দান ও জ্ঞাতীভোজনের আয়োজন করেন বিহার পরিচালনা কমিটি ও উপাসক উপাসিকা বৃন্দরা ।
সব শেষে অনুষ্ঠানের প্রধান ধর্মদেশক উ-পঞা চক্ক মহাথের ফানুষ উত্তোলন উদ্বোধন করেন । এসময় উপস্থিত ছিলেন প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সভাপতি সাংবাদিক রতন বড়ুয়া , সাধারন সম্পাদক অপু বড়ুয়া , বিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক পিকলু বড়ুয়া প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রানা বড়ুয়া , পরিচালনা কমিটির বিরু বড়ুয়া, অর্থ সম্পাদক রাজু বড়ুয়া, সদস্য পুলক বড়য়া, বিজয় বড়ুয়া , প্রবাসী দিপু বড়ুয়া, রাজু বড়ুয়া , রুবেল বড়ুয়া, রকি বড়ুয়া, প্রকৌশলী অনিক বড়ুয়া, সদস্য হিরু বড়ুয়া , স্বাগত বড়ুয়া ,রাজিব বড়ুয়া, সবুজ বড়ুয়া, টুটুল বড়ুয়া, অভিক বড়ুয়া, রিদয় বড়ুয়া, রিমন বড়ুয়া, হিলটন বড়ুয়া, রনজিত বড়ুয়া, অভি বড়ুয়া , সাগর বড়ুয়া , রুপস বড়ুয়া প্রমুখ ।
ধন্যবাদ প্রদান করেন বিহার পরিচালনা কমিটির সদস্য নিরু বড়ুয়া ।