শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রাউজানে পূর্বআবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারে কঠিন চীবর দান,উৎসব সম্পন্ন

কঠিন চীবর দান উৎসবে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রনালয়ের বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি মিথুন রশ্মী বড়ুয়া

প্রবারনার পর শুরু হয়েছে বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবর দান উৎসব । দীর্ঘ তিন মাস বর্ষাব্রত পালনের পর প্রবারনা পুর্নিমাতে ফানুষ উড়ানোর মাধ্যমে শেষ হয় বর্ষাব্রত পালন । এরপর একমাস ব্যাপি শুরু হয় প্রত্যেক বিহারে কঠিন চীবর দান উৎসব ।

তারি ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাউজান উপজেলার পূর্বআবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারে কঠিন চীবর দান ধর্মীয় ভাবগাম্ভিয্যের মাধমে অনুষ্ঠিত হয় ।
সাংবাদিক রতন বড়ুয়ার সঞ্চালনায় এবং বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার অর্থসচিব ভদন্ত সোবিতানন্দ মহাথেরর সভাপতিত্বে প্রধান অতিথির আসন গ্রহন করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ধর্মীয় সম্পাদক ভদন্ত অরুনানন্দ মহাথের ।
এতে একক ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন খৈয়াখালী ধম্মবিজয়ারাম বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ভদন্ত উ পাঞা চক্ক মহাথের ।

পঞ্চশীল প্রার্থনা করেন প্রবীন সমাজ সেবক শান্তিপদ বড়ুয়া কঠিন চীবর দান অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন শান্তিময় বিহারের অধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ থের ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক পিকলু বড়ুয়া ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক পরমানন্দ মহাথের ।
ধর্মদেশকছিলেন ভদন্ত ধর্মপ্রিয় থের ও পূর্নানন্দ থের । ভিক্ষু সংঘদের মাঝে আরো উপস্থিত ছিলেন উত্তর গুজরা বিবেকরাম বিহারের অধ্যক্ষ ভদন্ত পূর্নানন্দ থের , করুনা প্রিয় ভিক্ষু ও মুদিতা নন্দ ভিক্ষু ।
কঠিন চীবর দান উৎসবে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রনালয়ের বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি মিথুন রশ্মী বড়ুয়া ও তরুন দানশীল ব্যাক্তিত্ব বরন বড়ুয়া ।

বিহার পরিচালনা কমিটির পক্ষ হতে অতিথিদের ফূল ও সম্মাননা ক্রেষ্ট তুলে দেন পরিচালনা কমিটির কর্মকর্তারা ।
সকালে এক মহতি সংঘদান , অষ্ঠপরিস্কার দান ও জ্ঞাতীভোজনের আয়োজন করেন বিহার পরিচালনা কমিটি ও উপাসক উপাসিকা বৃন্দরা ।

সব শেষে অনুষ্ঠানের প্রধান ধর্মদেশক উ-পঞা চক্ক মহাথের ফানুষ উত্তোলন উদ্বোধন করেন । এসময় উপস্থিত ছিলেন প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সভাপতি সাংবাদিক রতন বড়ুয়া , সাধারন সম্পাদক অপু বড়ুয়া , বিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক পিকলু বড়ুয়া প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রানা বড়ুয়া , পরিচালনা কমিটির বিরু বড়ুয়া, অর্থ সম্পাদক রাজু বড়ুয়া, সদস্য পুলক বড়য়া, বিজয় বড়ুয়া , প্রবাসী দিপু বড়ুয়া,  রাজু বড়ুয়া , রুবেল বড়ুয়া, রকি বড়ুয়া, প্রকৌশলী অনিক বড়ুয়া, সদস্য হিরু বড়ুয়া , স্বাগত বড়ুয়া ,রাজিব বড়ুয়া, সবুজ বড়ুয়া, টুটুল বড়ুয়া, অভিক বড়ুয়া, রিদয় বড়ুয়া, রিমন বড়ুয়া, হিলটন বড়ুয়া, রনজিত বড়ুয়া, অভি বড়ুয়া , সাগর বড়ুয়া , রুপস বড়ুয়া প্রমুখ ।
ধন্যবাদ প্রদান করেন বিহার পরিচালনা কমিটির সদস্য নিরু বড়ুয়া ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype