রবিবার-১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

প্রেস কাউন্সিলের নবনিযুক্ত চেয়ারম্যানকে আরজেএফ’র ফুলেল শুভেচ্ছা

 বাংলাদেশ প্রেস কাউন্সিলের নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আমিনুল ইসলাম ও কার্যকরী সদস্য মোঃ আমিনুল ইসলাম জুয়েল। এসময় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) মোঃ শাহ আলম উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে বাংলাদেশ প্রেস কাউন্সিলের নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম বলেন, তৃণমূল গণমাধ্যম কর্মীরা দেশের উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা গণমাধ্যমের মাধ্যমে জাতির কাছে তুলে ধরেন। এ কারণে তৃণমূল গণমাধ্যম কর্মীদের গুরুত্ব অপরিসীম।
তিনি আরো বলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের দায়িত্ব পালনকালে আমি আঞ্চলিক গণমাধ্যম কর্মীদের প্রশিক্ষণ ও পেশাগত মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করবো। এসব নানা কর্মসূচি সফল করতে তিনি দেশের সকল গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype