
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাউজান প্রেস ক্লাবের সদস্য পদ থেকে তিন মাসের জন্য দুইজন সদস্যকে সাময়িক ভাবে বহিস্কার করা হয়েছে। গতকাল ১২ অক্টোবর মঙ্গলবার সকালে রাউজান প্রেস ক্লাবের জরুরী সভায় এই সিন্ধান্ত নেওয়া হয়। বহিস্কারকৃত দুই সদস্য হলো জাহেদুল আলম (পূর্বকোন), তৈয়ব চৌধুরী (পূর্বদেশ)। রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী জয়নাল আবেদীন জুবাইয়ের সঞ্চালনায় অনুষ্ঠিত এই জরুরী সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি মীর মোহাম্মদ আসলাম, এম. বেলাল উদ্দীন, প্রদীপ শীল, সহ সভাপতি জাহাঙ্গীর নেওয়াজ, শাহেদুর রহমান মোরশেদ, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন হাবিবী, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক আমীর হামজা, সদস্য লোকমান আনচারী, শাহাদাত হোসেন সাজ্জাদ, মোহাম্মদ আরাফাত হোসাইন, মোহাম্মদ আলাউদ্দিন মোহাম্মদ জিয়াউর রহমান প্রমুখ। সভায় গঠনতন্ত্রের ১২ অনুচ্ছেদের ক, খ, গ, ঘ, ঙ, চ ও ছ ধারার আলোকে সংগঠন বিরোধী কার্যকালাপে জড়িত ও ভূঁইফোড় সংগঠনের সদস্য হওয়ায় জাহেদুল আলম ও তৈয়ব চৌধুরীকে তিন মাসের জন্য সাময়িক ভাবে বহিস্কার করার সিন্ধান্ত গৃহীত হয়। আগামী তিন মাসের মধ্যে সংগঠন বিরোধী কার্যকালাপে জড়িত হওয়ার কারণ ও আনিত অন্যান্য অভিযোগ খন্ডন করে লিখিত ভাবে সভাপতি /সম্পাদক বরাবরে আবেদন করলে সভার মাধ্যামে পরবর্তী সিন্ধান্ত ও করণীয় নির্ধারণ করবে প্রেসক্লাব। অন্যতায় তিন মাস পর স্থায়ী বহিস্কার করার নীতিগত সিন্ধান্ত নেওয়া হয় সভায়। এছাড়া আগামী ২১ অক্টোবর সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপনের তারিখ নির্ধারণ করা হয়। একই ভাবে ডিসেম্বর মাসে বার্ষিক বনভোজনের সিন্ধান্ত নেওয়া হয়। সুবিধা জনক তারিখে এই বনভোজ অনুষ্ঠিত হবে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার জেলার সেন্টমাটিন দ্বীপে। বনভোজনে যাওয়া-আসা হবে বিলাস বহুল নৌ বিহারে।