প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৫, ৯:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২১, ১২:১৯ অপরাহ্ণ
প্রেস কাউন্সিলের নবনিযুক্ত চেয়ারম্যানকে আরজেএফ’র ফুলেল শুভেচ্ছা

বাংলাদেশ প্রেস কাউন্সিলের নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আমিনুল ইসলাম ও কার্যকরী সদস্য মোঃ আমিনুল ইসলাম জুয়েল। এসময় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) মোঃ শাহ আলম উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে বাংলাদেশ প্রেস কাউন্সিলের নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম বলেন, তৃণমূল গণমাধ্যম কর্মীরা দেশের উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা গণমাধ্যমের মাধ্যমে জাতির কাছে তুলে ধরেন। এ কারণে তৃণমূল গণমাধ্যম কর্মীদের গুরুত্ব অপরিসীম।
তিনি আরো বলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের দায়িত্ব পালনকালে আমি আঞ্চলিক গণমাধ্যম কর্মীদের প্রশিক্ষণ ও পেশাগত মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করবো। এসব নানা কর্মসূচি সফল করতে তিনি দেশের সকল গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.