ফেনীতে চাকুরী দেয়ার নামে প্রতারণাকারী চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব
নিউজ ডেস্কঃ
ফেনী জেলার ফেনী মডেল থানাধীন এস এস কে রোড এলাকায় অভিযান চালিয়ে চাকুরী দেয়ার নাম করে প্রতারণাকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৭।
আজ রবিবার ০৫ জুলাই দুপুর ১ঃ৩০ মিনিটের সময় ফেনী জেলার ফেনী মডেল থানাধীন এসএসকে রোডস্থ এস এ ডায়াগনষ্টিক সেন্টার এর পঞ্চম তলায় গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এ অভিযান চালিয়ে এক জনকে আটক করেছে বলে জানান র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপস) সিনিয়র এএসপি মাহমুদুল হাসান মামুন।
আটককৃত আসামী হল,মোঃ নাসির উদ্দিন (৫৪) ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন চম্পক নগর গ্রামের মৃত-আমিনুল হক এর ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক ফেনী ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি মোঃ নুরুজ্জামান পালক জানান, আজ একজন ভুক্তভোগী র্যাব-৭ এ অভিযোগ জানান যে, একটি অপরাধী চক্র ফেনী জেলার ফেনী মডেল থানাধীন এসএসকে রোডস্থ এস এ ডায়াগনষ্টিক সেন্টার এর পঞ্চম তলায় গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স অফিসে টাকার বিনিময়ে চাকুরী দেওয়ার নামে বিভিন্ন লোকের কাছ টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করছে। এমন অভিযোগের ভিত্তিতে র্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে ইন্স্যুরেন্স কোম্পানি এর এরিয়া ম্যানেজার কে আটক করে।
পরে জিজ্ঞাসাবাদ করলে টাকার বিনিময়ে চাকুরী দেওয়ার নামে বিভিন্ন লোকদের কাছ টাকা হাতিয়ে নিয়ে প্রতারনা করার সত্যতা স্বীকার করে। এসময় অফিসের ভেতর থেকে চাকুরি প্রার্থীদের প্রার্থীদের জীবন বৃত্তান্ত – ৩৫টি, অফিসের সীল- ৩ টি, রেজিষ্টার খাতা- ৩ টি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আসামি শরিফুল ইসলাম সহ কয়েকজনের প্রতারক চক্রটি পরষ্পর যোগসাজসে প্রায় ৩৫ জনের নিকট থেকে ৪,৮০,০০০(চার লক্ষ আশি হাজার) টাকা হাতিয়ে নেন। গ্রেফতারকৃত আসামীকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।