
শিবগঞ্জে উপজেলার পদ্মা নদীতে নৌকা ডুবে নারী ও শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে,নিখোঁজ রয়েছেন অন্তত ৩০জন । আজ বেলা ২টার দিকে শিবগঞ্জ উপজেলার পাঁকা নামক স্থানে এ ঘটনা ঘটে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব আল রাব্বি এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম চারজনের মৃত্যুর নিশ্চিত করে জানান, ঘটনার কিছুক্ষণ পর শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী নিলুফা ইয়াসমিন (৫২) ও আঠারো মাস বয়সী মাইসার মরদেহ উদ্ধার করা হয়। তারা সম্পর্কে নানী ও নাতি। পরে সন্ধ্যার দিকে সদর উপজেলার নারায়নপুর এলাকা থেকে বান্নাপাড়া গ্রামের ফিটুর মেয়ে আয়েশা (৩) ও ছেলে আসমাউল (৫) এর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। এ ঘটনায় ৩০ জন নয় ৭/৮ জন নিখোঁজ রয়েছেন।
স্থানীয়রা জানায়, দূর্লভপুর ইউনিয়নের বোগলাউড়ি ঘাট থেকে ৩০ থেকে ৪০ জন যাত্রী নিয়ে বেলা ২টার দিকে নৌকাটি পাঁকার বিশ রশিয়ার উদ্দেশ্যে রওনা দেয় এবং পথে ডুবে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দুপুর ২টার দিকে খারাপ আবহাওয়ার মধ্যে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে একটি নৌকা শিবগঞ্জের পাঁকা যাওয়ার সময় প্রবল স্রোতের কারণে উল্টে যায়। এতে বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠলেও ১২ জনের মতো নিখোঁজ ছিল। পরে স্থানীয়রা ৪ জনের মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুপুরেই ঘটনাস্থলে গিয়ে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করে এবং রাতে অভিযান বন্ধ রাখে।
আজ বৃহস্পতিবার সকালে উদ্ধার অভিযান আবার শুরু করা হবে বলে জানান শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সিরাজ উদ্দিন।
তিনি আরও জানান, ঘটনাস্থলে প্রচণ্ড স্রোত থাকায় উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হচ্ছে।
এদিকে, ডুবে যাওয়া নৌকার এক যাত্রী শিবগঞ্জ উপজেলার শ্যামপুরের মোখলেসুর রহমান সাঁতরে ফিরে এসে জানান, নৌকাটিতে অতিরিক্ত মালামালসহ ৬০-৭০ জন যাত্রী বহন করা হচ্ছিল এবং নদীর তীব্র সোতে নৌকাটি ডুবে যায়। এতে এখনও অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছে বলে তিনি ধারণা করছেন।