
তিতাস কমিউটার ট্রেনটি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া অভিমুখী ট্রেনে ছোড়া ঢিলে জসিম উদ্দিন (৪০) নামে এক ভ্রাম্যমাণ বিক্রেতা (হকার) আহত হয়েছেন। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং স্টেশন প্রবেশের সময় এ ঘটনা ঘটে।
আহত জসিম উদ্দিন আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। ট্রেনের একাধিক যাত্রী জানান, রাত সাড়ে নয়টার দিকে যাত্রাবিরতি দিয়ে তিতাস কমিউটার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে আসে। প্রায় ১০-১২ মিনিট পর ট্রেনটি পাঘাচং স্টেশন ঢোকার পথে লোকোমোটিভ (ইঞ্জিন) থেকে পিছনের দিকের দুই নম্বর বগিতে বাইরে থেকে ঢিল ছোড়া হয়। এতে জানালার পাশে বসে থাকা হকার জসিম আহত হন।
আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন হকার সমিতির সভাপতি হেবজু মিয়া জানান, ট্রেনটি আখাউড়া আসার পর জসিম উদ্দিন চিকিৎসা নেন। তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন।