
প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সারাদেশে অনুষ্ঠিত গণটিকা কার্যক্রমের আওতায় ৫০০ জনকে গণটিকা প্রদানসহ ৭৫টি ভেষজ গাছের চারা রোপণ করা হয়েছে। পাশাপাশি ৫ ইউনিয়নে মোট ৭ হাজার ৫০০ ডোজ গণটিকা প্রদান করা হয়েছে।
দিনব্যাপী এ গণটিকার কাজ পরিদর্শন করেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল, আরএমও ডা. এনামুল হক, এমওডিসি ডা. প্রণয় রুদ্র।
এদিকে আজ বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে গিয়ে দেখা যায়, শত শত নারী-পুরুষ করোনার টিকা নিতে লাইনে দাঁড়িয়েছে। যার মধ্যে অনেকে বয়োবৃদ্ধ, প্রতিবন্ধী ব্যক্তি ও কলেজ শিক্ষার্থী। টিকা নিতে আসা এক বৃদ্ধ নারী নসিমা খাতুন বলেন, হাসপাতালের মাইকিং শুনে আবেদন করে মেসেজ পাওয়ার পর নিজের ও পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে করোনাভাইরাসের টিকা নিতে আসছি।
শিক্ষার্থী মেহবুবা হাসিনা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় বিনামূল্যে করোনাভাইরাসের টিকা দিতে পারায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায়।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল বলেন, মানুষের মাঝে দিনদিন টিকা নিতে আগ্রহ বেড়ে যাওয়ায় টিকা দিতে হিমশিম খেতে হচ্ছে। তারপরেও সকলের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে নারী-পুরুষদের লাইনে দাড় করিয়ে সুশৃঙ্খলভাবে টিকা দেওয়া হচ্ছে।