
মানবতাবাদি সংগঠন সেভ এস ইউ আর্ন এর উদ্যোগে মোয়াজ্জেন দের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। (”SAYE”) এর পক্ষ হতে সম্প্রতি লস্করহাট বাজার, ফেনীতে ২৫ টি মসজিদের ৫০ জন ইমাম ও মুয়াজ্জিন এবং ৫০ জন অসহায় ও প্রতিবন্ধিদের মাঝে ৫০ প্যাকেট সহ মোট ১০০ প্যাকেট চাল, ২টি করে গাছের চারা, ২ টি সাবান ও মাস্ক বিতরন করা হয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ২ টি করে সাবান ও মাস্ক এবং ৩০০টি (বনজ ও ঔষধি) গাছের চারা বিতরন করা হয়।
এতে উপস্থিত ছিলেন ”SAYE”(Save As You Earn) সংগঠন এর নির্বাহী পরিচালক জান্নাতুল নাঈমা।
ফেনী জেলার বিশিষ্ট ব্যাক্তিবর্গদের মাঝে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইব্রাহিম (সেক্রেটারী, লস্করহাট জামে মসজিদ কমিটি ও ইসলামিয়া দাখিল মাদ্রাসা), মোহাম্মদ ফারুক (দলিল লেখক, লেমুয়া রেজিষ্টার অফিস ফেনী এবং সাবেক যুবলীগ সভাপতি ৭নং ওয়ার্ড, ১১নং মোটবী ইউনিয়ন), আনোয়ার হোসেন (শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, ফেনী জেলা যুবলীগ), নুরুল ইসলাম দুদু (বিশিষ্ট ব্যবসায়ী লস্করহাট বাজার ও সভাপতি ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ, মোটবী ইউনিয়ন), সাইফুল ইসলাম (সাবেক সাংগঠনিক সম্পাদক মোটবী আওয়ামিলীগ) এতে আরো উপস্থিত ছিলেন ”SAYE”(Save As You Earn) সংগঠন এর পরিচালনা কমিটির আজগর হোসেন , তাজউদ্দিন নিরব সহ প্রতিষ্ঠানে কর্মরত আমেনা বেগম, মোছাম্মত মিতু আক্তার এবং নাজমা বেগম প্রমুখ ।