
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের মাঠি ও মানুষের নেতা সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি চতুর্থ বারের মতো জাতীয় এবং প্রথমবারের মতো মৎস্যখাতে গুরম্নত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় মৎস্য পদক অর্জন করায় ফজলে করিম চৌধুরী এমপি কে ফুলেল শুভেচ্ছা জানান উরকিরচর ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ ও ইউপি সদস্য বৃন্দ।০৫ সেপ্টেম্বর রবিবার নগরীর পাথর ঘাটাস্থ এমপির বাসভবনে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেলের নেতৃত্বে ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ ও ইউপি সদস্য বৃন্দ এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি সবাইকে স্বাগত জানিয়ে তিনি বলেন আমি যে পুরস্কার অর্জন করেছি তা আমার একার নয়,সমগ্র রাউজান বাসির অর্জন। আমি চাই সবাইকে নিয়ে কাজ করতে রাউজান কে এগিয়ে নিয়ে যেতে হলে সবার সহযোগিতা কামনা করছি। এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ত্রিদীব কুমার বড়ুয়া,উপজেলা সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক এস এম জাহাঙ্গীর আলম সুমন,ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হারুনুর রশীদ,হাজী রফিক,যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব,সরওয়ারুল আলম,অলকেশ বড়ুয়া,শেখ মফিজুর রহমান,ইউ পি সদস্য সৈয়দ নাছির উদ্দীন, জানে আলম,মোহাম্মদ রফিকুল ইসলাম, তাপস বড়ুয়া,নুরুল আবছার,উপজেলা যুবলীগ নেতা যগলু বড়ুয়া,ইউনিয়ন যুবলীগের সাবেক সহ সভাপতি সালাউদ্দিন,ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ নুরুল আজিম জুয়েল,সাধারণ সম্পাদক এমরান হোসেন মনির,উপজেলা যুবলীগ নেতা সাইফ উদ্দিন সাইফ,অপু বড়ুয়া,আলী হায়দার শাহ,লোকমান আনছারী,সন্জয় চৌধুরী, ছাত্রলীগ নেতা মুহাম্মদ রায়হান,ওমর ফারুক,মোহাম্মদ আজম,রাজু শাহ, ফারুক,সাহেদ ইমন,মিজান,আরিফ প্রমুখ।