সোমবার-১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সিআরবি রক্ষার দাবিতে মশাল হাতে মিছিল

অন্ধকারের অপশক্তি গ্রাস করতে চায় চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবিকে। চলছে নানা মেরুকরণ, ষড়যন্ত্র।এ অন্ধকারের অপশক্তি আলোর মশালে জ্বলে পুড়ে ছাড়খার করে দেওয়ার অভিপ্রায়ে নাগরিক সমাজ চট্টগ্রামের আয়োজনে হয়ে গেল মশাল মিছিল।

(৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মশাল জ্বেলে শুধু মিছিলের উদ্বোধনই করেননি নাগরিক সমাজ চট্টগ্রামের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন, সেই মশাল হাতে নিয়ে নেতৃত্বও দিলেন মিছিলে।

ড. অনুপম সেন বলেন, সিআরবিকে চট্টগ্রামবাসীর কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। সিআরবির প্রাণ-প্রকৃতি ধ্বংস করে এখানে বাণিজ্যিক স্থাপনা করতে দেওয়া হবে না।
প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য দেন অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, রাজনীতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিজুর রহমান, রাজনীতিক মিঠুল দাশগুপ্ত, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, সংস্কৃতিকর্মী স্বপন মজুমদার, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, প্রফেসর হোসাইন কবির, সাবেক ছাত্রনেতা মো. শাহজাহান চৌধুরী, সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা রাশেদ খান মেনন, সাবেক ছাত্রনেতা শিবু দাশ গুপ্ত, নূরুল আজিম রণি, অ্যাডভোকেট রাশেদুল আলম রাশেদ, নারীনেত্রী হাসিনা আক্তার টুনু, ডা. আরকে দাশ রুবেল, জেনিফার আলম, কবি মিনু মিত্র, মিজানুর রহমান, হুমায়ূন কবীর মাসুদ, তোফাজ্জল হোসেন জিকু, মাহামুদুল করিম, আনোয়ার হোসেন পলাশ, মাইমুন উল মামুন প্রমুখ।
পরে বিশাল মশাল মিছিল সিআরবি থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেস ক্লাবে এসে শেষ হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype