শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বিশ্বে করোনা মহামারিতে সুস্থতার হার ৯৮% মৃত্যুর হার ২%

 

অনলাইন ডেস্ক
সারা বিশ্বে করোনা মহামারিতে সুস্থতার হার ৯৮ শতাংশ এবং মৃত্যুর হার ২ শতাংশ। এখন পর্যন্ত বিশ্বে সুস্থ হয়েছেন ১৫ কোটি ৮১ লাখ ৩৩ হাজার ৯৩৫ জন এবং আক্রান্ত অবস্থায় রয়েছেন এক কোটি ২৮ লাখ ৪২ হাজার ২৫৭ জন।

বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ৮৫ হাজার ৯২৮ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল। সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৭ কোটি ৪৭ লাখ ৩৮ হাজার ৭৬২ জন এবং মৃত্যু ৩৭ লাখ ৬২ হাজার ৫৭০ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, ব্রিটেন, ইতালি, আর্জেন্টিনা ও জার্মানি।
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ৪২ লাখ ৪২ হাজার ৮৬৬ জন এবং মারা গেছে ছয় লাখ ১৩ হাজার ৫২ জন। এদিকে, ভারতে শনাক্ত হয়েছে দুই কোটি ৯০ লাখ ৮৮ হাজার ১৭৬ জন এবং মারা গেছে তিন লাখ ৫৩ হাজার ৫৫৭ জন। অন্যদিকে, ব্রাজিলে মোট আক্রান্ত হয়েছে এক কোটি ৭০ লাখ ৩৮ হাজার ২৬০ জন এবং মারা গেছে চার লাখ ৭৭ হাজার ৩০৭ জন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype