অনলাইন ডেস্ক
সারা বিশ্বে করোনা মহামারিতে সুস্থতার হার ৯৮ শতাংশ এবং মৃত্যুর হার ২ শতাংশ। এখন পর্যন্ত বিশ্বে সুস্থ হয়েছেন ১৫ কোটি ৮১ লাখ ৩৩ হাজার ৯৩৫ জন এবং আক্রান্ত অবস্থায় রয়েছেন এক কোটি ২৮ লাখ ৪২ হাজার ২৫৭ জন।
বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ৮৫ হাজার ৯২৮ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল। সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৭ কোটি ৪৭ লাখ ৩৮ হাজার ৭৬২ জন এবং মৃত্যু ৩৭ লাখ ৬২ হাজার ৫৭০ জন।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, ফ্রান্স, তুরস্ক, রাশিয়া, ব্রিটেন, ইতালি, আর্জেন্টিনা ও জার্মানি।
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ৪২ লাখ ৪২ হাজার ৮৬৬ জন এবং মারা গেছে ছয় লাখ ১৩ হাজার ৫২ জন। এদিকে, ভারতে শনাক্ত হয়েছে দুই কোটি ৯০ লাখ ৮৮ হাজার ১৭৬ জন এবং মারা গেছে তিন লাখ ৫৩ হাজার ৫৫৭ জন। অন্যদিকে, ব্রাজিলে মোট আক্রান্ত হয়েছে এক কোটি ৭০ লাখ ৩৮ হাজার ২৬০ জন এবং মারা গেছে চার লাখ ৭৭ হাজার ৩০৭ জন।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.