শুক্রবার-৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রামগড়ে ‘শেষ বিদায়ের বন্ধু” সংগঠনের অফিস উদ্বোধন

রামগড় (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা: খাগড়াছড়ির রামগড়ে মানবিক সংগঠন ‘শেষ বিদায়ের বন্ধ’ এর রামগড় উপজেলা শাখা অফিসের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ( ৮জুন) সকাল ১১ টার সময় রামগড় পৌরসভার সোনাইপুল বাজারস্থ কবির মার্কেটে ফিতা কেটে মানবিক সংগঠন ‘শেষ বিদায়ের বন্ধু’ এর রামগড় শাখার অফিস শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মু. মাহমুদ উল্যাহ মারুফ। সংগঠনটির রামগড় শাখার টিম প্রধান মাওলানা শহিদ উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, রামগড় থানার উপ-পরিদর্শক মুজিবুর রহমান, সংগঠনটির সমন্বয়ক (সেবা) ও কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন, সমন্বয়ক ও ধর্মীয় পরামর্শক হাফেজ মাওলানা শোয়াইব, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাহাব উদ্দিন, পুরান রামগড় ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা ওবায়দুল হক চৌধুরী, বলিপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা কারী নুর হুসাইন, সাবেক ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে রামগড় উপজেলা নির্বাহী অফিসার মু. মাহমুদ উল্লাহ মারুফ বলেন, শেষ বিদায়ের বন্ধু সংগঠনের সেবা ও ভবিষ্যত পরিকল্পনা অত্যন্ত সন্তোষজনক ও প্রসংশনীয়। সরকারী পৃষ্ঠপোষকতায় সংগঠনটি মানব সেবায় সু-পরিকল্পিত ভাবে অনেক দূর এগিয়ে যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন। সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম বলেন, বৈশ্বিক মহামারী করোনা মারা যাওয়া মানুষের লাশ নিয়ে আত্মীয় -স্বজন ও সন্তানদের অবহেলা ও অমানবিকতা দেখে মানবিক দৃষ্টিকোন থেকে গত বছরের ০৮ এপ্রিল ‘শেষ বিদায়ের বন্ধু’ নামে সংগঠনটি চট্টগ্রামের মিরসরাইয়ে প্রতিষ্ঠা করা হয়। যা পরবর্তীতে পর্যায়ক্রমে খাগড়াছড়ি জেলার রামগড় ও বান্দরবান জেলা সহ বিভিন্ন উপজেলা ও জেলায় কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, সংগঠনের সদস্যরা কোন পারিশ্রমিক নয় মহান আল্লাহর সন্তুষ্টি ও সৃষ্টিজগের সেবায় সবর্দা কাজ করে যাচ্ছেন। সংগঠনটির সদস্য মাওলানা আবদুল হান্নান মানছুর এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সহকারী টিম প্রধান হাফেজ আশরাফ আলী। এসময় অন্যেদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শেষ বিদায়ের বন্ধু সংগঠন এর সমন্বয়ক (সেবা) ও কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান, জনাব নিজাম উদ্দিন, সমন্বয়ক ও ধর্মীয় পরামর্শক হাফেজ মাওলানা শোয়াইব, পুরান রামগড় ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা ওবায়দুল হক চৌধুরী, বলিপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা কারী নুর হুসাইন, জনাব মজিবুর রহমান সাবেক চেয়ারম্যান রামগড়, মাওলানা আখতার হোসাইন জিহাদী, খতিব কোর্ট মসজিদ রামগড়, মাওলানা আব্দুল হক খতিব রামগড় কেন্দ্রীয় জামে মসজিদ, বেফাকুল মাদারিসিল আরবিয়ার খাগড়াছড়ি জেলা সভাপতি, মুফতি মোঃ নোমান, খাগড়াছড়ি কওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক, মুফতি রবিউল ইসলাম শামীম, ৮নং রামগড় পৌর ওয়ার্ড কাউন্সিলর জনাব সাহাব উদ্দিন, ফেনীরকুল মুসলিম সমাজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক, জনাব জসিম উদ্দিন সহ সংগঠনের সদস্যবৃন্দ,সাংবাদিক, সামাজিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype