
নিজস্ব প্রতিবেদক : ঢাকায় পৌঁছায় ফাইজার বায়োএনটেকের করোনার টিকা ৩১মে (সোমবার) রাত ১১টা ১৩ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে গ্যাভির কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে পাঠানো হয়েছে ১ লাখ ৬ ‘শ ২০ ডোজ টিকা।
স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপলয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ তথ্য দিয়ে বলেন, মহাখালীতে অবস্থিত সম্প্রসারিত টিকাদান কর্মসূচির হিমাগারে এসব টিকা রাখা হবে।
কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফাইজারের এই ১ লাখ ৬ ‘শ ২০ ডোজ টিকা দেশে পৌঁছানোর কথা থাকলেও পরে তা পরিবর্তন হয়। এমিরেটসের ফ্লাইটে টিকা নিয়ে আসা হয়।