বৃহস্পতিবার-১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

আর্জেন্টিনাতেও হচ্ছে না কোপা আমেরিকা


আন্তর্জাতিক ক্রিড়া ডেস্ক : কোপা আমেরিকা আয়োজনের স্বত্ব আর্জেন্টিনাও হারিয়েছে । এমনটি নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশন (কনমেবল)। এর আগে কোপা আমেরিকা আয়োজনের স্বত্ব হারিয়েছিলো কলম্বিয়া।

শতবর্ষী এই টুর্নামেন্টের শুরুর মাত্র ১৩ দিন আগেই এই সিদ্ধান্ত এলো। যেখানে আসরটির ১০৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এবার দুই দেশের যৌথ আয়োজনে হওয়ার কথা ছিল।

অবশ্য কোন পরিস্থিতির কারণে আর্জেন্টিনায় টুর্নামেন্ট হচ্ছে না, সেটি জানায়নি কনমেবল। তবে দেশটিতে সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় এমনটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত ২০ মে কনমেবল জানায়, কলম্বিয়ায় হচ্ছে না এবারের কোপা আমেরিকা। সেখানে গত এপ্রিল থেকে চলতে থাকা সরকারবিরোধী আন্দোলনে দেশজুড়ে অস্থিরতা থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফের্নান্দেস তখন বলেছিলেন, পুরো আসর একাই আয়োজনে প্রস্তুত তারা। এই দুই দেশ আয়োজনের দায়িত্ব হারানোর পর গুঞ্জন চলছে, চিলি অথবা যুক্তরাষ্ট্র আয়োজক হতে পারে।

এদিকে এবারের কোপা আমেরিকা শুরু হওয়ার কথা আগামী ১৩ জুন, ফাইনাল ১০ জুলাই। ফাইনালসহ ১৫ ম্যাচ হওয়ার কথা ছিল কলম্বিয়ায়, ১৩টি আর্জেন্টিনায়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype