

নিজস্ব প্রতিবেদক : সারাদেশে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৬ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৬ ‘শ ১৯ জনে।
এ ছাড়া ওই ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ১হাজার ৭ ‘শ ১০ জন। এ নিয়ে দেশে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৫ ‘শ ৪০ জন।
৩১ মে (সোমবার) বিকালে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগে গতকাল করোনায় মৃত্যু হয় ৩৪ জনের। ওইদিন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১হাজার ৪’শ ৪৪ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১হাজার ৫ ‘শ ৬৭ জন।
এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪০ হাজার ৩ ‘শ ৭২ জন। গত ২৪ ঘণ্টায় টেস্ট করা হয় ১৮ হাজার ১ ‘শ ৭৮ জনের।