

মো. জাবেদুর রহমান : গাউসিয়া কমিটি বাংলাদেশ ভাটিখাইন ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় ২০ মার্চ (শনিবার) ভাটিখাইন কেন্দ্রীয় জামে-মসজিদ মাঠ প্রাঙ্গনে মুর্শিদে বরহক হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ ক্বারি সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ(রাহঃ)ওরস মোবারক ও মরহুম পির ভাই বোনদের ইছালে ছওয়াব উপলক্ষে দাওয়াতে খায়র মাহফিল সম্পন্ন হয়।
প্রথম অধিবেশন ফ্রি খতনা ক্যাম্প ও চক্ষু শিবির সকাল সাড়ে ১০টায় উদ্বোধন করেন আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন সাহেব।
এতে উপস্থিত ছিলেন আলহাজ্ব মুহাম্মদ কমর উদ্দিন সবুর সভাপতি গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা। মুহাম্মদ হাবিব উল্লাহ মাষ্টার-সাধারণ সম্পাদক চট্টগ্রাম দক্ষিণ জেলা। আলহাজ্ব মোজাফফর আহমদ-সহ-সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম দক্ষিণ জেলা।
মুহাম্মদ মাহবুবুল আলম (এম কম)সভাপতি গাউসিয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা শাখা। ডা. মুহাম্মদ আবু সৈয়দ,সিনিয়র সহ-সভাপতি, গাউসিয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা শাখা সহ ভাটিখাইন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় অধিবেশন দাওয়াতে খায়ের মাহফিল অনুষ্ঠিত হয় বাদে মাগরীব।
উক্ত মাহফিলের দ্বিতীয় অধিবেশন এ প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার, চেয়ারম্যান-গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ। প্রধান ওয়েজিন:মাওলানা সৈয়্যদ মুহাম্মদ হাসান আল-আজহারী,সাবেক ভিপি আল-আজহার ইউনিভার্সিটি, মিশর। প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব জাফর আহমদ, সহ-সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা।
বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে মুহাম্মদ হাবিব উল্লাহ মাষ্টার, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা, আলহাজ্ব মোজাফফর আহমদ,সহ-সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা, মুহাম্মদ মাহবুবুল আলম(এম,কম), সভাপতি, পটিয়া উপজেলা শাখা, মুহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক,
পটিয়া উপজেলা শাখা, আলহাজ্ব মুহাম্মদ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক, পটিয়া পৌরসভা শাখা, মুহাম্মদ জাকির হোসেন মেম্বার, যুগ্ম-সাধারণ সম্পাদক, পটিয়া উপজেলা সহ পটিয়া উপজেলা শাখার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে ২৫ জন শিশুকে খতনা ও ২০০ জন বিভিন্ন বয়সী চক্ষু রোগীকে চিকিৎসা এবং ঔষুধ প্রদান করা হয়।