
রতন বড়ুয়া
রাউজান উপজেলার আবুরখীল গ্রামের কৃতি সন্তান আবুরখীল অমিতাভ উচ্চবিদ্যালয় পরিচালনা পরিষদের প্রাক্তন সভাপতি সমাজ সেবক প্রয়াত শক্তি বিকাশ বড়ুয়ার স্মরণ সভা ২০ মার্চ (শনিবার) আবুরখীল কেন্দ্রিয় বিহারে সম্পন্ন হয় ।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত ড. বিকিরন প্রসাদ বড়ুয়া। বঙ্গবন্ধু গবেষণা সংসদের প্রফেসর ডাক্তার উত্তম বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথির আসন গ্রহণ করেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মুজিবুল হক চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত ড.হরিশংকর জলদাশ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন অলকেশ বড়ুয়া তপু ও রুপায়ন বড়ুয়া কাজল ।
বিশেষ অতিথির আসন গ্রহণ করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল ও বাংলাদেশ বৌদ্ধ সমিতির সিনিয়র সহসভাপতি লায়ন আদর্শ কুমার বড়ুয়া, অধ্যাপক সুব্রত বিকাশ বড়ুয়া।
এতে আরো উপস্থিত ছিলেন ভদন্ত সোবিতানন্দ মহাথের , পরমানন্দ মহাথের , অরুনানন্দ মহাথের ,ধর্মপ্রিয় মহাথের . আর্যশ্রী থের, প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া, প্রকৌশলী বিধান চন্দ্র বড়ুয়া , সমাজ সেবক সাধন চন্দ্র বড়ুয়া , অঞ্চল কুমার তালুকদার , শিক্ষক হিরাধন বড়ুয়া, ডাক্তার প্রবেশ কুমার বড়ুয়া, ইতিহাস৭১ টিভির প্রকাশক ও সম্পাদক প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা, আওয়ামীলীগ নেতা অনিমেষ তালুকদার , ইউপি সদস্য অমিত বিজয় বড়ুয়া, ইউপি সদস্য তাপস কুমার বড়য়া, স্বপন কুমার বড়ুয়া টুলু, আওয়ামীলীগ নেতা ত্রিদিব কুমার বড়ুয়া , সরোজ বড়ুয়া রুপু , সাংবাদিক রতন বড়ুয়া , সাংবাদিক জুয়েল বড়ুয়া, সাংবাদিক বিপ্লব বড়ুয়া বিজয় , অধ্যাপিকা ববি বড়ুয়া, লায়ন স্বরুপ বিকাশ বড়ুয়া বিতান, বিজয় বড়ুয়া বাপ্পা,সুপম বড়ুয়া, সঞ্জয় বড়ুয়া প্রমুখ । স্মরন সভায় একটি স্মরনীকা বের করা হয় ।