
রাউজান প্রতিনিধি : রাউজান প্রেস ক্লাবের সহ সভাপতি নেজাম উদ্দিন রানার পিতা ফজলুল হক ইন্তেকাল করেছেন। গত ২৫ অক্টোবর মঙ্গলবার রাতে নিজ বাড়ী রাউজানের পশ্চিম গুজরা মগদাইতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন বাধ্যক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন।
ঐদিন রাত১১ টায় মরহুম ফজলুল হকের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রাউজান প্রেস ক্লাবের সহ সভাপতি নেজাম উদ্দিন রানার পিতা ফজলুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম,সাবেক সভাপতি মীর আসলাম,মাওলানা এম বেলাল উদ্দিন, প্রদীপ শীল,রাউজান প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি এম জাহাঙ্গীর নেওয়াজ,সহ সভাপতি শাহেদুর রহমান মোরশেদ,রাউজান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম রমজান আলী,সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন হাবিবি,অর্থ সম্পাদক হাবিবুর রহমান,প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম বাবু,দপ্তর সম্পাদক আমির হামজা,সদস্য লোকমান আনছারী,শাহাদাৎ হোসেন সাজ্জাদ,মোহাম্মদ আলাউদ্দীন,জিয়াউর রহমান।
প্রেসক্লাব নেতৃবৃন্দরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।